বৃষ্টিতে একের পর এক বিশ্বকাপের ম্য়াচ বানচাল হচ্ছে। কিন্তু বরুণদেবের উপরও দাদাগিরি করার উপায় বাতলালেন সৌরভ। জানালেন বদলাতে হবে মাঠের কভার। এই কভারগুলি ইংল্যান্ডেই পাওয়া যায়।
টসে জিতল ইংল্যান্ড। ওয়েস্টইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠাল। ক্যারিবিয়ান দলে তিনটি পরিবর্তন।