টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) -এর ডু অর ডাই ম্য়াচ (Do or Die)। মুখোমুখি নিউজিল্যান্ড ও আফগানিস্তান (New Zealand vs Afghanistan)। মহম্মদ নবির (Mohammad Nabi) দল জিততে পারলে সেমি ফাইনালে (Semi Final) ওঠার আশা থাকবে ভারতীয় ক্রিকেট দলেরও (Indian Cricket team)। অপরদিকে,ম্য়াচ জিতে সেমির টিকিট পাকা করতে মরিয়া কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল।