রবিবার ধোনির গ্লাভসে দেখা গেল না বলিদান প্রতীক। তবে দ্য ওভালের গ্যালারিতে দেখা গেল সেই প্রতীক। এক ধোনিভক্ত তুলে ধরলেন প্রতীক সম্বলিত হোর্ডিং। ধোনি এদিন ওই প্রতীক ব্যবহার করলে ২৫ শতাংশ জরিমানা হত।
বিশ্বকাপের আগে বড়মুখ করে ধারাভাষ্যকারদের একটি দুর্দান্ত প্যানেল ঘোষণা করে আইসিসি। এখন সেই ধারাভাষ্যকারদের মুখে লাগাম লাগাতে চাইছে আইসিসি। আম্পায়ারদের সমালোচনা করা যাবে না বলে ইমেল পাঠানো হল। তাহলে কি সৌরভরা পোষা বুলবুলি হয়ে থাকবেন উঠছে প্রশ্ন।
টসে জিতল ভারত। আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল। দুই দলের প্রথম একাদশই অপরিবর্তিত। পিচে ৩০০-র বেশি রান ওঠার সম্ভাবনা।