যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের আবহে ব্রাত্য বসুর পাড়ায় SFI-এর মিছিল ঘিরে উত্তেজনা। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় আজ হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাঁর চিকিৎসার ভার নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববাদ্যালয়ের পরিস্থিতি ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। তবে, যাদবপুর কাণ্ডের আঁচ পড়েছে শিক্ষামন্ত্রীর পাড়ায়। চারিদিকে পড়েছে পোস্টার। ব্রাত্য বসুর ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। কালিন্দী ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে ছাপানো পোস্টার পজ়েছে। তাতে লেখা, ওয়ান্টেড। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান।

প্রসঙ্গত, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার তরফে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ব্রাত্য বসু। সেখানে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের পথে। তবে, একাংশ ছাত্রছাত্রী এখনও আন্দোলন করছে। বিভিন্ন দাবিতে চলছে আন্দোলন। তার মধ্যে অন্যতম দাবি, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের চিকিৎসার ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক্ষকে। শুক্রবার এই ব্যাপারে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে ইন্দ্রানুজের বাবার। তাঁ ছেলের চিকিৎসার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়- এমনই জানানো হয়েছে তাঁকে।

অন্যদিকে, আজই হাসপাতাল থেকে ছাড়া পাবে ইন্দ্রানুদ। ১ মার্চ যাদবপুরে একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। পাল্টা অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন দুই পড়ুয়া। এই ঘটনার প্রতিবাদে আজ হবে মিছিল। ব্রাত্য বসুর পাড়ায় মিছিল করবে SFI-র সমর্থকরা।

এদিকে ওয়েবকুপা দাবি করেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে পরিকল্পনা করেই বহামলা করা হয়েছে। ব্রাত্য বসু ওয়েবকুপার সভার জন্য যাদবপুরে গিয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনা যাওয়ার পরই উত্তেজনা বাড়ে। বিক্ষোভকারীরে ঢুকে পড়ে। বেরনোর সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সে সময় শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হব ইন্দ্রানুজ।

বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে, আজ মিছিল হতে পারে শিক্ষামন্ত্রীর পাড়ায়। মিছিল করলে এসএফআই ছাত্র সংগঠনের সদস্যরা। তেমনই গতকালই শিক্ষামন্ত্রীর পাড়ায় পড়েছে পোস্টার। শিক্ষামন্ত্রী ছবি দিয়ে তাতে ওয়ান্টেড লেখা। এরই মাঝে আজ হবে মিছিল।