শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সাধারণত প্রতিদিনই ভিড় জমান বহু পর্যটক। এক্কেবারে কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যান তাঁরা। বুধবারও তেমনি গিয়েছিলেন একদল পর্যটক। বাসে করে পর্যটকরা পৌঁছে গিয়েছিলেন এক্কেবারে এনক্লোজারের সামনে। তবে এই আনন্দের ভ্রমণের মাঝে সুর কাটল গাড়ি। আচমকাই মাঝপথে খারাপ হল পর্যটকদের গাড়ি।