দুর্গাপূজা উপলক্ষে পট্টনায়েক ওড়িশার পুরী সমুদ্র সৈকতে "শান্তি ও সমৃদ্ধি কামনায়" বার্তা দিয়ে বিভিন্ন ধরনের ফল বসিয়ে দেবী দুর্গার একটি বালি ভাস্কর্য তৈরি করেছেন। পট্টনায়েক কমলা, আপেল, আঙ্গুর, কলা, নারকেল, শসা, আতা এবং আনারসের মতো বারোটি বিভিন্ন ফল স্থাপন করে দেবী দুর্গার একটি সাত ফুট উঁচু বালির ভাস্কর্য তৈরি করেছেন।