করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার মহেশ বাবু। নিজের সোশ্যাল মিডিয়াতেই কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছেন মহেশ বাবু। কোভিডে পজিটিভ হওয়ার পর নিজেই সেই খবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মহেশ বাবু। নিজের ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মহেশ জানিয়েছেন, 'সমস্ত রকমের সতর্কতা নেওয়ার পরও আমি কোভিড পজিটিভ। তবে আমি ভাল আছি। চিকিৎসকের পরামর্শ মতোই চিকিৎসা চলছে। এবং কোভিডের সমস্ত প্রোটোকল মেনে চলছি। তবে যারা আমার সংস্পর্শে এসেছেন গত কয়েক দিনে তারা সকলেই যত তাড়াতাড়ি সম্ভব করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি'।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে দৈনিক পজেটিভির হার ৭.৭৪ শতাংশ। সাপ্তাহিক পজেটিভিটির হার ৪.৫৪ শতাংশে দাঁড়িয়েছে।
গোটা টলিপাড়াকে যেন গ্রাস করেছে করোনা ভাইরাস। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে।তৃতীয় ঢেউ চলে এসেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষ থেকে একাধিক তারকারা করোনায় আক্রান্ত। এবার করোনায় আক্রান্ত হলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত।
করোনা ভাইরাস নিয়ে ত্রাহি ত্রাহি রব চারিদিকে। নতুন বছর পড়তে না পড়তেই টলিউডে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। একের পর এক তারকা এবং তাদের গোটা পরিবারকে কাবু করছে করোনা ভাইরাস। নতুন বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার সৃজিতের পাঁচদিনের মাথাতেই করোনায় আক্রান্ত সৃজিত ঘরনি মিথিলার কন্যা আইরা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িতে একজন কোভিড ১৯এ আক্রান্ত হলে সেখান থেকেই কোভিড ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে কেউ একজন আক্রান্ত হলে অন্যদের বাড়িতে থাকাটাই শ্রেয়। এদিক ওদিক ঘুরে বেড়ানো কখনই উচিৎ নয়। একজন কোভিড আক্রান্ত হলে পরিবারের সদস্যদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। তিনি বলেন আমরা মনে হয় ভুলে গেছি বাড়েত কোভিড আক্রান্ত থাকলে পরিবারের সদস্যদের ঘুরে বেড়াতে নেই। এই ঘটনা তার বাড়িতে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
টুইটারে সোহম লেখেন, "আমি ও আমার পরিবারের সদস্যরা করোনা পজিটিভ। আমরা সকলেই নিভৃতবাসে রয়েছি।" নিজের অসুস্থতার খবর দেওয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পরা ও কোভিড বিধি মেনে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, টলিউড থেকে শুরু করে বলিউড, একের পর এক সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে।
কের পর এক করোনার জেরে গৃহবন্দি, সেই তালিকাতে নাম এবার বিগ বি পরিবারের। সোশ্যাল মিডিয়ায় জানালেন অমিতাভ, তাঁর পরিবারের একজন কর্মচারী করোনায় আক্রান্ত, এই খবর শোনা মাত্রই তা হয়ে ওঠে নেট দুনিয়ায় ভাইরাল।
ভারতের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়েছে। করোনা নতুন এই ভেরিয়েন্টটি ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে।