কোভিড ১৯ (Covid 19) -এর কারণে থমকে গিয়েছে ক্রীড়া জগৎ (Sports World)। দীর্ঘ দিন বন্ধ ছিল ক্রিকেটও। পরে ধীরে ধীরে ফেরে ক্রিকেট, শুরু হয় ভ্যাকসিনেশন। কিন্তু ভ্যাকসিন নিতে আপত্তি করলেন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)ও প্রাক্তন সিএসকে (CSK) তারকা মুরলি বিজয় (Murali Vijay)।