'জীবনটা শুধু একা বাঁচার নয়', এসএসসি দুর্নীতি নিয়ে ঋতুপর্ণাকে ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র

Aug 01 2022, 11:57 AM IST

ঋতুপর্ণা ও শ্রীলেখা মিত্র টলিপাড়ার দুই স্বনামধন্য অভিনেত্রী। দুজনের সম্পর্কের কথা সকলেই জানেন। এককথায় যাকে বলে আদায়-কাঁচকলায়। এবার এসএসসি দুর্নীতি কান্ডে ঋতুপর্ণাকে আক্রমণ করলেন শ্রীলেখা মিত্র। তবে এই প্রথমবার নয়, এর আগেও ঋতুপর্ণার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন শ্রীলেখা মিত্র। বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ শ্রীলেখা মিত্রকে রাজনৈতিক বিষয় নিয়ে গলা চড়াতে দেখা যায়। এমনকী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিতে ছাড়েননি । এবার এসএসসি দুর্নীতি কান্ডে ঋতুপর্ণাকে খোঁচা দিলেন শ্রীলেখা। 

পার্থ যেন বাবা নিরালা আর অর্পিতার অবস্থা টিঙ্কা সিং, এসএসসি দুর্নীতিতে এখন পপুলার ওয়েব সিরিজের ছায়া

Jul 29 2022, 09:13 AM IST

দুর্নীতি নিয়ে কম চর্চা হয় না। বলতে গেলে যে কোনও দেশেই দুর্নীতিকেই বলা হয় আদর্শ মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি একাধিক আকারে এবং একাধিক রূপ ধারণ করে হয়। এই সমস্ত দুর্নীতির কেন্দ্রে যে বিষয়টি সবচেয়ে মূল বা শিকড় বলে গণ্য হয় তা হল অর্থ। অনৈতিকভাবে এই অর্থকে বিপুল মাত্রায় কয়রাত্ত করার জন্য দিনভর কত ধরনের দুর্নীতি যে বিশ্ব জুড়ে নির্মিত হয় তার ইয়ত্তা নেই। পার্থ এবং অর্পিতা এপিসোডে অর্ধশত কোটি-র অঙ্ক পার করা মূল্যরাশি এই দুর্নীতির ছবিটাকে সামনে নিয়ে এল।