জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অন্ডাল থেকে বিমানে করে কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে পোস্ট মর্টেম হয়েছে সঙ্গীত শিল্পী কেকে-র। আপতত এসএসকে এম হাসপাতালেই সঙ্গীত শিল্পীর দেহ রাখা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম পোস্টমর্টেম চলছে কেকে-র, এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে। বিকেল ৫.১৫ ফ্লাইটে কেকে-কে নিয়ে যাওয়া হবে মুম্বইতে । তার আগেই কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দমদম এয়ারপোর্টের বদলে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে বিখ্যাত সঙ্গীতশিল্পীকে। এই কথাই সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।