গরমে ফাটার জোগাড় মাটি। বাইরে বের হলেই যেন তাপের আগুনের ছ্যাঁকা। গলা শুকিয়ে কাঠ। এমন পরিস্থিতিতে গরমে রাস্তার ধারেই এক জনের মৃত্যু। বলতে গেলে গ্রীষ্মের দাবদাহে জ্বলছে বাংলা। বৈশাখের মধ্যমাস অতিক্রান্ত হওয়ার জোগাড়, কিন্তু দেখা নেই কালবৈশাখীর। শুক্রবার কয়েক মিনিট সামান্য বৃষ্টিফোঁটা পড়েছে, অনেকটা মাথার উপরে শান্তি জল ছেটানোর মতো।