Rachin Ravindra: ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার রচিন রবীন্দ্রের বাবার একান্ত সাক্ষাতকার

Dec 12 2021, 09:40 PM IST

সদ্য সমাপ্ত ২ ম্যাচের ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে প্রথম টেস্টে ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। অনেক কিউই ক্রিকেটারের মতোই তাঁরও শিকড় কিন্তু, ভারতেই। তাঁর বাবা রবীন্দ্র কৃষ্ণমূর্তি (Ravindra Krishnamurthy) এবং মা দীপা আদতে বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা। গত শতাব্দীর নয়ের দশকে তাঁরা নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। ওয়েলিংটনেই জন্মেছেন এবং বড় হয়েছেন রচিন এবং তাঁর বোন আইসিরি। মাত্র ২২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন তিনি। রচিনের ক্রিকেট যাত্রায় কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বাবা রবীন্দ্রের। পেশায় প্রযুক্তিবিদ হলেও তিনি ওয়েলিংটনের ক্রিকেট ক্লাব হাট হকসের চেয়ারম্যান এবং নিজেও আগে ক্রিকেট খেলতেন। এশিয়ানেট নিউজ বাংলার সহ-প্রকাশন কানাড়া প্রভার এক্সিকিউটিভ এডিটরকে একান্ত সাক্ষাৎকারে, রচিনের ক্রিকেট যাত্রার সম্পর্কে জানিয়েছেন রবীন্দ্র -