'আমি তোমাকে মিস করছি', অভিষেকের এই মেসেজ পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল রানি মুখার্জির

Feb 28 2022, 06:00 PM IST

সম্প্রতি পুরোনো ওক প্রতিবেদন ভাইরাল হয়েছে, জানা গেছে একবারই হঠাৎ করেই নাকি অভিষেক বচ্চনের ফোন থেকে প্রেমের ম্যাসেজ পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়। আমি তোমাকে মিস করছি। এই মেসেজ পেয়ে চক্ষু কপালে উঠেছিল রানি মুখার্জির (Rani Mukherji)। কোনওভাবেই যেন অঙ্কটা মেলাতে পারছিলেন না নাকি। তবে এই কীর্তি অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )নয়, বরং প্রিয়ঙ্কা চোপড়া করেছিলেন, তাও আবার ফোন চুরি করে। বিষয়টা একটু খোলসা করে বলা যাক, ২০০৫ সালে ব্লাফমাস্টার ছবির সেটে অভিষেকের ফোন চুরি করে রানি মুখার্জিকে এমন ম্যাসেজ-ই পাঠিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দুষ্টমুর কথা স্বীকারও করে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

বাপ্পি আঙ্কলের প্রয়াণে ভেঙে পড়েছেন মা, শোকে কাতর হয়ে জানালেন রানি মুখোপাধ্যায়

Feb 16 2022, 10:08 PM IST

বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না।  ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির প্রয়াণে ভেঙে পড়েছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।