'মার্ডার' অ্যালবামে 'ত্রিনয়নী'র শ্রুতি, সেক্সি মুভসে হার মানালেন মল্লিকা শেরাওয়াতকেও

  • মল্লিকা শেরাওয়াতের 'মার্ডার' অ্যালবামে 'ত্রিনয়নী'
  • শ্রুতির উষ্ণতার আবেদনে হার মানবেন বলিউডের সেক্স বম্ব মল্লিকাও
  • 'আ জারা' গানে শ্রুতির ইনস্টাগ্রাম রিল
  • ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় ভাইরাল টেলি ডিভা

'ত্রিনয়নী' ধারাবাহিকের শ্রুতি দাসের হটনেস যে আকাশছোঁয়া তা প্রথমে বোঝা না গেলেও এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। নেপথ্যে ইনস্টাগ্রাম রিল ভিডিও। 'মার্ডার' ফ্র্যাইঞ্চাইজির গান 'আ জারা'তে লিপসিঙ্ক করলেন শ্রুতি। সেই ভিডিও পোস্ট করতেই হু হু বেড়ে চলেছে লাইকের সংখ্যা। তাঁর সেক্সি আবেদনে চোখ কপালে উঠেছে ভক্তমহলের। শ্রুতিকে এমন রূপে আগে কখনই দেখেনি ভক্তরা। 'আ জারা' গানে তাঁকে দেখে ভক্তদের কথায়, তিনি হার মানিয়েছেন মল্লিকা শেরাওয়াতকেও। যিনি 'মার্ডার' ফ্র্যাঞ্চাইজির ক্যুইন। হটনেসের ভিডিও ছাড়াও নিজের রূপচর্চার ভিডিও পোস্ট করে থাকেন তিনি।  

আরও পড়ুনঃমিশমির জীবনে এল 'প্রেম', সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দিলেন টলি অভিনেত্রী

Latest Videos

সকাল থেকে উঠে কী খান, কী করেন, ত্বকের যত্ন কীভাবে নেন, চুলে কীভাবে তেল মালিশ করেন। ত্রিনয়নী ধারাবাহিকের নায়িকা শ্রুতি দাসের স্কিনকেয়ার সকলের সামনে আসে দিন কতক আগে। সোশ্যাল মিডিয়ায় ভি়ডিও পোস্ট করে নিজের নিত্যদিনের রুটিনের জানান দেন শ্রুতি। তাঁর লম্বা চুল নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, শ্রুতির সত্যিকারের অতো লম্বা চুল নাকি পুরোটাই ফলস। সেই প্রশ্নের জবাবও পেয়েছে সকলে। কোমড় ছাড়িয়ে গিয়েছে তাঁর লম্বা চুল। এই চুলের পিছনে যত্ন চারটি খানি কথা নয়। শ্যাম্পু করার আগের দিন নিয়ম করে গরম নারকেল তেল মাসাজ করেন তিনি। 

আরও পড়ুনঃনুসরতের মেকআপ রুম থেকে ঝড়ে পড়ছে হটনসে, ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

আরও পড়ুনঃদর্শনার সঙ্গে ঐশ্বর্যের হুবহু মিল, টলি ডিভার নয়া রূপে 'যোধা'কে খুঁজে পেল ভক্তরা

রুক্ষ চুলে প্রাণ ফেরাতে নারকেলের তেলের চেয়ে ভাল উপায় নেই। এমনটাই জানালেন শ্রুতি। হট ওয়েল মাসাজে চুলের রুক্ষতা দূর হয়। তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে চুল ধুয়ে সিরাম লাগাতে ভোলেন না শ্রুতি। খাওয়া দাওয়াও বেশ নিয়ম মেনেই করেন অভিনেত্রী। সকাল আটটা থেকে ন'টার মধ্যে সকালের জলখাবার সেরে ফেলেন। পাউরুটি, ওমলেট এবং ফলের রস খান। কেনা জ্যুস একেবারেই নয়। খাওয়া দাওয়াও যেহেতু ত্বকে খুব প্রভাব ফেলে তাই শ্রুতি পছন্দ করে হেলদি খাবার খাওয়ার। 

আরও পড়ুনঃ'রাশি' ধারাবাহিকের খলনায়িকার হটনেসে কুপোকাত ভক্তমহল, রইল জুহির সিজলিং অ্যালবাম

আরও পড়ুনঃস্বল্প পোশাকে পোল ডান্স আশকার, ভিডিওতে চড়ল উষ্ণতার পারদ

নিজের সমস্ত প্রডাক্টের ভিডিও করে তিনি ভক্তদের দেখান, চুল থেকে শুরু করে ত্বক, মেকআপের জন্য তিনি কী কী ব্যবহার করেন। ত্বকের জন্য গোলাপ জল, নাইট সিরাম, নাইট ক্রিম কিছুই বাদ দেন না। তবে সকালে উঠে এবং বাইরে থেকে এসে পরিষ্কার করে মুখ ধোয়াটাই অত্যন্ত প্রয়োজনীয়। তার জন্য দরকার সঠিক ফেস ওয়াশ। যদি ত্বক রুক্ষ হয় তাহলে তৈলাক্ত ফেস ওয়াশ। এবং তৈলাক্ত ত্বক হলে ওয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। প্রয়োজনে ত্বকের চিকিৎসকের কাছে পরামর্শও নিতে পারেন। আপাতত ত্বক, রূপচর্চা, শরীর চর্চার টিপসের জন্য শ্রুতির প্রোফাইলে নেটিজেনের ভীড়।

আরও পড়ুনঃ'নেশা করে চিত্রনাট্য লেখার ফল', ফের চরম সমালোচনার তোপে 'কৃষ্ণকলি'

 

Share this article
click me!

Latest Videos

India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today
'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স