দ্য কাশ্মীর ফাইলস ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের নির্মম কাহিনি দেশের মানুষকে মর্মস্পর্শী করে তুলেছে। কাশ্মীরি পণ্ডিতদের তাঁদের ঘর বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি ও তুলতে শুরু করেছেন অনেকেই। কিন্তু এই ঘটনা শুধু কাশ্মীরেই নয় বাংলাদেশে ও এমনইভাবে আতঙ্কে দিন কাটছে বহু হিন্দু বাঙালির। এক সময়ে অসংখ্য হিন্দু বাঙালিকে সেই দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল। এবার সেই ঘটনাকেই সিনেমার পর্দায় তুলে ধরার দাবি জানালেন তসলিমা নাসরিন।
সাধারণত যে কোনও ধরণের বিষয়েই নিজের চিন্তা ভাবনার এক অন্য প্রতীকি তুলে ধরতেই পছন্দ করেন সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) ছবি নিয়ে ও তার ব্যতিক্রম হল না। গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ছবি দ্য কাশ্মীর ফাইলস। ১৯৯০ সালের কাশ্মীরে পণ্ডিত পরিবারগুলির (Kashmiri Pandits Family) উপরে হওয়া অত্যাচারের কাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর ছবি মুক্তির প্রথম দিন থেকেই ভারতীয় ইতিহাসের নির্মম কাহিনি নজর কেড়েছে দর্শকদের। এবার সেই ছবি নিয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন তসলিমা নাসরিন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর একটি পোস্ট করে তিনি লেখেন, 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি দেখলাম এবং ছবিটি দেখার পর আমি একটাই কথা বলব যে, যদি এই ঘটনাটি সত্যিই ঘটে থাকে, ছবির প্রেক্ষাপট যদি আদতেই বাস্তবকেন্দ্রিক হয়ে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি মনে করি সত্যিই কাশ্মীরি পণ্ডিত পরিবারগুলিকে তাঁদের কাশ্মীরে নিজেদের ঘর- বাড়ির সকল অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।' আর এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, 'আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারি না যে কেন বাংলাদেশী হিন্দু বাঙালিদের (Hindu Bengali) দেশত্যাগের ঘটনা নিয়ে কোনও সিনেমা তৈরী করা হয় না?'
আরও পড়ুন- 'বাড়ি খালি করে দেওয়া হবে' কাশ্মীরি পণ্ডিতদের ফেরাতে বড় উদ্যোগ নিল সিআরপিএফ
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বাঙালি হিন্দু সম্প্রয়দায়কে উৎখাতের ইতিহাসতটাও ঠিক এতটাই বেদনাদায় বটে। অনিচ্ছা সত্ত্বেও না কি সেইসময় এমন অনেক হিন্দু বাঙালি পরিবারকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমন কি এখন ও সেখানকার বর্তমান সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বাঙালিদের নানানভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়। তবে এই ঘটনা এখন ও পর্যন্ত সিনেমার পর্দায় আসে নি আর তা নিয়েই দুঃখ প্রকাশ তসলিমা নাসরিন।
দ্য কাশ্মীর ফাইলস ছবিটি এমন একটি ছবি যা গোটা দেশেই সাড়া ফেলেছে। যদিও এই ছবি নিয়ে নানান বিতর্ক রয়েছে। অনেকেই বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে এই ছবি বানানো হয়েছে আদতে বাস্তবের সঙ্গে এই ঘটনার ফারাক অনেক। তবে সকল বিতর্কের মাঝেই ছবিটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা উজাড় করে দিয়েছেন মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও বার্তায় দেখা গেছে যে, একটি সাংবাদিক সম্মেলনে এসে কাশ্মীরি পণ্ডিত পরিবারের (Kashmiri Pandits Family) এক সদস্যা ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর উদ্দেশ্যে বলেছেন 'স্যার আপনি আমাদের কাছে একজন দূতের মত। আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ যে আজ ৩২ বছর পরে হলেও আমাদের এই ভয়ঙ্কর ইতিহাস সবাইকে জানানোর জন্য ভগবান একজন দূতকে পাঠিয়েছেন।'