মাছে ভাতে বাঙালির পাতে মিলবে হরেকরকম মাছ। তার যেমন হরেক রকম স্বাদ তেমনই তার রান্নাতেও নতুনত্ব। মাছের ঝোল, মাছ ভাজা, মাছের পাতুরি, কালিয়া, ফিস ফ্রাই, দই মাছ, শর্ষে মাছ, মাছ ভাপা আরও কর কী। খাদ্যরসিক বাঙালির হেঁসেল মানেই রকমারি মাছের রকমারি পদ সেখানে মিলবেই। রুই হোক বা কতলা, ইলিশ হোক বা পাবদা, মাছ ভাতের জুড়ি মেলা ভার।