শরীর সুস্থ রাখতে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে রক্তের সঠিক সরবরাহ হওয়া প্রয়োজন। এই কথা আমরা সকলেই জানি। কিন্তু, জানেন কি, এই রক্ত পরিশুদ্ধ থাকা সবার আগে দরকার। রক্ত শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করে থাকে। তবে, রক্ত যদি টক্সিন মুক্ত বা পরিষ্কার না হয় তাহলে দেখা দেয় অন্য জটিলতা। অপরিষ্কার রক্ত থেকে নানান রোগ বাসা বাঁধে শরীরে। রক্ত বিষাক্ত পদার্থ জমে থাকলে লিভার ও কিডনি কাজ করে না। তাই সুস্থ থাকতে খাদ্যতালিকায় দিন বিশেষ নজর। খাদ্যতালিকায় এমন কয়টি খাবার রাখুন যা রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করবে। সঙ্গে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা। জেনে নিন কোন খাবার খেলে উপকার পাবেন।