অ্যাভোকাডো- খেতে পারেন অ্যাভোকাডো। এই ফল মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে থাকে ভিটামিন সি, ই, কে ও বি-৬। থাকে রিবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট। যা স্ট্রেস কমাতে সাহায্য করে। সঙ্গে অ্যাভোকাডোর গুণে রক্ত গ্লুকোজোর মাত্রা ঠিক রাখে। তেমনই উচ্চ রক্তচাপ ও স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রোজ খেতে পারেন এই ফল।