মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগ দেবীর। জ্ঞান, বাণী এবং শিল্পের দেবী মা সরস্বতী। বাড়ি ছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা হয়। রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী পুজো হয়। তিথি অনুসারে শনিবার সরস্বতী পুজো। এই একটা দিন পড়া থেকে ছুটি মেলে সকল ছাত্রছাত্রীদের। সরস্বতী পুজো উৎসব চলে দুদি ধরে। পুজোর পরের দিন সব বাঙালি বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার রীতি চালু আছে।