Saraswati Puja 2022: সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি চলে আসছে বহু যুগ ধরে, রইল নেপথ্যের কাহিনি

মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগ দেবীর। জ্ঞান, বাণী এবং শিল্পের দেবী মা সরস্বতী। বাড়ি ছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা হয়। রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী পুজো হয়। তিথি অনুসারে শনিবার সরস্বতী পুজো। এই একটা দিন পড়া থেকে ছুটি মেলে সকল ছাত্রছাত্রীদের। সরস্বতী পুজো উৎসব চলে দুদি ধরে। পুজোর পরের দিন সব বাঙালি বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার রীতি চালু আছে। 

Sayanita Chakraborty | Published : Feb 3, 2022 12:14 PM / Updated: Feb 03 2022, 12:33 PM IST
110
Saraswati Puja 2022: সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতি চলে আসছে বহু যুগ ধরে, রইল নেপথ্যের কাহিনি

সরস্বতী পুজোর পরের দিন পালিত হয় শীতলা ষষ্ঠী। বাড়ির মেয়েরা পালন করে এই ব্রত। এই দিন বাড়িতে রান্না বন্ধ রাখার রীতি আছে।

210

সরস্বতী পুজোর পরের দিন বাড়িতে রান্না বন্ধ থাকে। সঙ্গে শীল পাতার নিয়ম নেই। এই দিন সব বাড়িতে গোটা সেদ্ধ খাওয়া হয়। 

310

বসন্ত পঞ্চমীর পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী। বাড়ির শীল ও নোড়াকে এদিন পুজো করা হয়। সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। ব্রত ভঙ্গ ভাঙা হয় গোটা সেদ্ধ খেয়ে।     

410

সরস্বতী পুজোর দিন প্রতি বছরই সবজির বাজারে থাকে চড়া দাম। শীম, বেগুন, মুলোর মতো সবজি বিক্রি হয় চড়া দামে। এদিন গোটা সেদ্ধ তারির জন্য কেনা হয় একাধিক সবজি। 

510

সরস্বতী পুজোর দিন শিষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুটি, টোপা কুল, সজনে ফুল কিনে আনা হয়। এই সব উপকরণ দিয়ে তৈরি হয় গোটা সেদ্ধ। 

610

গোটা সেদ্ধ তৈরিতে দরকার ৬টি করে আলু, রাঙা আলু, বেগুন, শিষ পালং শাক, সিম, মটরশুঁটি। দরকার সবুজ মুগ কড়াই, সরষের তেল, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, জিরে, পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা। 

710

সরস্বতী পুজোর দিন বিকেলে সকল রমণীরা রান্না ঘর পরিষ্কার করেন। এবার নতুন কড়াইয়ে গোটা সেদ্ধ বানান। প্রথমে কড়াই সরষের তেল দিতে হয়। এতে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিতে হয়। এবার সব সবজি না কেটে দেওয়ার নিয়ম আছে। একটু নেড়ে নুন হলুদ দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিতে হবে। 

810

গোটা সেদ্ধ তৈরির সময় কোনও সবজি কাটা যাবে না। আলুর খোসাও ছাড়ানো হয় না। গোটা অবস্থাতেই তা কড়াইয়ে দিয়ে দেওয়া হয়। তা সেদ্ধ হয়ে রান্না হয়ে যায়। 

910

সরস্বতী পুজোর সময় শীত বিদায় নিয়ে বসন্ত আসে। এই সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মনে করা হয়, এই গোটা সেদ্ধ জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। শরীর ঠান্ডা থাকে গোটা সেদ্ধ খেলে। 

1010

কর্মব্যস্ত অনেক বাঙালি হয়তো আজ গোটা সেদ্ধ খাওয়ার রীতি ভুলে গিয়েছেন। তবে, একটা সময় এই গোটা সেদ্ধ প্রতিটি হেঁশেলে তৈরি হত। একে অন্যের বাড়িতে এই খাবার দেওয়ারও চল ছিল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos