রকমারী আলোয় সেজে ওঠেছে চারদিক। দিওয়ালি, ধনতেরাস, কালীপুজো এবং ভাইফোঁটা- সপ্তাহব্যাপি রয়েছে একাধিক উৎসব। এই সময় ভগবানকে নিবেদন করতেই হোক, কিংবা উৎসবের আনন্দ কারওর সঙ্গে ভাগ করে নিতে, মিষ্টি অবশ্যক। অনেক বাড়িতে মিষ্টি তৈরির প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে, শুধু আনন্দ উৎসবের জন্য নয়, মিষ্টি তৈরি করে সৌভাগ্য লাভ করতে পারেন। জেনে নিন দিওয়ালির শুভক্ষণে কোন কোন মিষ্টি বানাবেন। কথিত আছে লাড্ডু, হালুয়া কিংবা পঞ্চামৃত বানালে সৌভাগ্য লাভ হয়। জেনে নিন কেন বানাবেন, কীভাবেইবা বানাবেন এই সকল বিশেষ খাবার।