ত্বকের যত্নে অ্যালোভেরার গুণের কথা আমরা সকলেই জানি। ত্বকের ব্রণ দূর করতে, ময়েশ্চার জোগাতে এমনকী ত্বকের কোনও সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় অ্যালোভেরা। এবার ট্যান তুলুন অ্যালোভেরার গুণে। রইল ১০টি প্যাকের হদিশ। গরমে অধিকাংশই ট্যানের সমস্যায় ভোগেন। এই সমস্যা সমাধানে হাতিয়ার করুন অ্যালোভেরার প্যাক। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক।