সারা বছরই চুল নিয়ে হাজারটা সমস্যা লেগে থাকে। চুল পড়া তো আছেই। এর সঙ্গে চেরা চুলের সমস্যা, অকাল পক্কতা, নিষ্প্রাণ চুল। আর সঙ্গে রুক্ষ চুলের সমস্যায় ভোগেন অনেকেই। প্রায়শই চুলে ময়েশ্চরের অভাব দেখা দেয়। এতে চুল নিষ্প্রাণ দেখায়। চুল পড়া বেড়ে যায়। তেমনই সব সাজে বাধা হয়ে দাঁড়া এই রুক্ষ চুল। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ময়েশ্চার যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। কিন্তু, তাতে যে সব সময় লাভ হয় এমন নয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবার মেনে চলুন এই ১০টি টোটকা। জেনে নিন কী করলে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। রইল সহজ কয়টি টোটকা। মেনে চলুন ঘরোয়া এই টোটকা।