বিশ্বের প্রায় সমস্ত মানুষের শরীরের রক্তে ১৬০টি অ্যান্টিজেন বিদ্যমান থাকবেই। কিন্তু এই ৪৩ জনের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা ৩৪২টি। এই ধরণের রক্তকে আর-এইচ নাল ব্লাড-ও বলা হয়।
১৯৩৯ সালে প্রথম এই ব্লাডের কথা গবেষকদের মাথায় আসে। তবে এটা শুধুই তত্ত্ব ছিলো। যদি কারোর শরীরে আরএইচ সিস্টেমের কোনো অ্যান্টিজেন না থাকে তবে তার ব্লাড গ্রুপ হবে আর-এইচ নাল।