এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে একজনের প্রাণ তেমনই এক ফোঁটা রক্তও কেড়ে নিতে পারে জীবনটাই। রক্তের গ্রুপ সকলেরই আলাদা। কিন্তু জানেন কি এমন কিছু গ্রুপের রক্ত রয়েছে যা কিনা গোটা বিশ্বের মাত্র ৪৩ জন শরীরে রয়েছে। যার নাম গোল্ডেন ব্লাড, সাধারণ মানুষের রক্তের সঙ্গে কী পার্থক্য রয়েছে তাদের জানলে অবাক হবেন।