আল্লাহ তোমার সকল ভালো কাজ ও ত্যাগ গ্রহণ করুন। তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হোক, এই কামনা করি। ঈদ উল আধা মোবারক। - পাঠান এই বার্তা। জানা যায়, তাঁর এই ভক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন আল্লাহ। কুরবানি দেওয়ার মুহূর্তে আল্লাহ নির্দেশ দেন যে তিনি তাঁর ছেলের বদলে একটি ছাগল কুরবানি দিতে পারে। সেই থেকে ছাগল কুরবানি দেওয়ার রীতি প্রচলতি হয়।