একদিকে বৃষ্টি, তার উপর আবার জামাইষষ্ঠী। ষষ্ঠীতে কী খাওয়াবেন আদরকে জামাইকে তার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই সেরে নিয়েছেন শাশুড়ি মায়েরা। বিরিয়ানি না কন্টিনেন্টাল,কী পড়বে জামাইয়ের পাতে তা নিয়ে বেজায় কৌতুহলী জামাই। তবে করোনা আতঙ্ক তার উপর লকডাউন খানিকটা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই জামাই আদরটা ভার্চুয়ালিও সেরে নিচ্ছেন। তবে যারা কাছে পিঠে রয়েছেন তারা কব্জি ডুবিয়ে শ্বশুরবাড়িতে খেতে যাবেন। কিন্তু খেলেই হল না রয়েছে কিছু সমস্যাও। পেট ভরে নাকি হালকা খালি রেখে, কীভাবে লাভবান হবেন আপনি, জামাইষষ্ঠীর পেটপুজো করার আগে চোখ রাখুন এই টিপসে।