সারাদিনের ব্যস্ত সিডিউল। হয়তো কাজের জন্য বিশ্রাম (Rest) হয় না। এবার এই সময় বিশ্রাম করুন। সাড়া দিন নিজের কাজ করে নিন, কাজের ফাঁকে বিশ্রাম করুন। এতে শারীরিক ভাবে সুস্থ থাকবেন। চাইলে কোনও শখ পূরণ করুন। সকলেরই মনে কোনও না কোনও শখ থাকে, যা সময়ের অভাবে পূরণ হয় না। সেই শখ পূরণ করুন এই সময়। যদি ওয়ার্ক ফ্রম হোম চলে, তাহলে কাজ শেষে নিজেকে সময় দিন। সারাদিন খবর দেখে প্যানিক গ্রস্থ না হলে, সময়টা কাজে লাগান।