Published : Feb 16, 2021, 01:18 PM ISTUpdated : Feb 16, 2021, 02:32 PM IST
শ্রম মন্ত্রক (Ministry of Labour) নতুন অর্থ বছরের মধ্যে নতুন শ্রম আইন (Labour Law) প্রয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। ভারত সরকার এটিকে চূড়ান্তভাবে গ্রহণ করার পদক্ষেপ নিতে চলেছে। নতুন এই শ্রম আইন প্রয়োগের পরে দেশটির শ্রম বাজারে বিধিগুলির নতুন নিয়ম শুরু হবে। সরকারের নতুন শ্রম আইন (New Labour Laws) তৈরির বিষয়ে ১৫ মিনিট অতিরিক্ত কাজ করলেই তা ওভারটাইম হিসেবে গণ্য হবে।