দশমী মানে মিষ্টি মুখ। বিজয় দশমীর দিনে দুর্গা পুজোর সমাপ্তি ঘটে। দেবী দুর্গা এদিন কৈলাসে প্রস্থান করেন। দশমীর আনন্দের উচ্ছ্বাসে মিশে থাকে বিষণ্ণতার সুর। এদিন সিঁদুর খেলা, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ হয় সর্বত্র। এবছরের দশমী হোক আরও স্পেশ্যাল। দশমীর দিন নিজে হাতে মিষ্টি বানান। আজ রইল কয়টি মিষ্টির হদিশ। দশমীর দিন বানাতে পারেন এই কয়টি মিষ্টি। এবার অতিথি আপ্যায়নে নিন বিশেষ পন্থা। নিজের হাতে বানান মিষ্টি। এই সকল মিষ্টি মন কাড়বে সকলের। রইল রেসিপি।