Coronavirus: করোনার টিকা থেকে দেখা দিচ্ছে বন্ধ্যাত্ব, জেনে নিন কী বলছে গবেষকরা

Published : Jan 13, 2022, 01:49 PM IST
Coronavirus: করোনার টিকা থেকে দেখা দিচ্ছে বন্ধ্যাত্ব, জেনে নিন কী বলছে গবেষকরা

সংক্ষিপ্ত

দেশে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) ও করোনা (Corona) ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বহুদিন ধরে করোনার ভ্যাকসিন (Vaccine) ও বন্ধ্যাত্ব (Infertility) নিয়ে গুজব রটেছে। শোনা গিয়েছে, ভ্যাকসিন নিলে গর্ভধারণের সমস্যা হয় মেয়েদের। আর পুরুষদের শুক্রানু কমে যাচ্ছে। ফলে, নারী ও পুরুষ উভয়েই প্রজনন ক্ষমতা হারাচ্ছেন। যা নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। 

দেশে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) ও করোনা (Corona) ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৯২। ২৪ ঘন্টায় ১২৭ জন আক্রান্ত হন। ৭৬৬ জন নতুন স্ট্রেন থেকে সুস্থ হয়েছে। অন্যদিকে, গতকালের রেকর্ড অনুসারে দেশে করোনা আক্রান্ত ২ লক্ষের বেশি মানুষ। আর মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৫৫ জন। পরিসংখ্যান বলছে, শেষ ১১ দিনের মধ্যে রাজ্যে প্রায় ১৮ হাজারের দৈনিক সংক্রমণ ঘটেছে। ফলে, উর্ধ্বমুখী করোরা গ্রাফ। 

একবার করোনা হলে আর হবে না, ভ্যাকসিন (Vaccine) নেওয়া থাকলে করোনা হবেন না- এমন সকল ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় সকলে। তবে, বিশেষজ্ঞদের দাবি যারা ইতিমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের শরীরে এই তেমন প্রভাব ফেলতে পারছে না। সে যাই হোক, করোনার ভ্যাকসিন নিয়ে নানা রকম মতভেদ রয়েছে, রয়েছে অবাস্তব ধারণা। এর মধ্যে অন্যতম হল, করোনার টিকা থেকে দেখা দিচ্ছে বন্ধ্যাত্ব।  অনেকেরই ধারণা ভ্যাকসিন নিলে তার খারাপ প্রভাব পড়তে পারে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতায় (Infertility)। 

বহুদিন ধরে করোনার ভ্যাকসিন (Vaccine) ও বন্ধ্যাত্ব (Infertility) নিয়ে গুজব রটেছে। শোনা গিয়েছে, ভ্যাকসিন নিলে গর্ভধারণের সমস্যা হয় মেয়েদের। আর পুরুষদের শুক্রানু কমে যাচ্ছে। ফলে, নারী ও পুরুষ উভয়েই প্রজনন ক্ষমতা হারাচ্ছেন। যা নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্সি, সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন-র (Centre of Disease Control and Prevention) পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়। যেখানে বলা হয়েছে, ‘করোনার ভ্যাকসিনের জন্য নারী বা পুরুষের প্রজনন সমস্যা সৃষ্টি করতে পারে, এমন প্রামণ নেই।’ বাজারে যে কটি টিকা রয়েছে, তার মধ্যে কোনওটি পুরুষ ও নারীর শরীরে বন্ধ্যাত্ব সৃষ্টি করে এর কোনও প্রমাণ নেই।  বিশেষজ্ঞরা বলছেন, তাই মহিলা ও পুরুষ উভয়ই নিশ্চিন্তে করোনার টিকা (Vaccine) নিতে পারেন। কারণ, এই টিকা পুরোপুরি সুরক্ষিত। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মার্কিন সংস্থা, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আরও বলেছে, শুধু করোনার টিক নয়, যে কোনও টিকা নারী বা পুরুষের বন্ধ্যাত্ব আনে এমন প্রমাণ পাওয়া যায়নি। 
 

আরও পড়ুন: Omicron: করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন, জেনে নিন কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

আরও পড়ুন: Coronavirus: ফুসকুড়ি কিংবা পায়ের আঙুলের লালচে ভাব হতে পারে করোনার লক্ষণ, জেনে নিন ত্বকে কী পরিবর্তন দেখা দেয়

PREV
click me!

Recommended Stories

ভুল করেছিলেন চিকিৎসক, AI-এর সঙ্গে মাত্র ২ মিনিটের আড্ডা, তাতেই প্রাণ বাঁচাল এক ব্যক্তির!
কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন খাবার