করোনা সংক্রমণে এবার ব্রিটেনকে ছুঁয়ে ফেলতে চলল ভারত, দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৮ হাজার

  • ফের দৈনিক সংক্রমণে রেকর্ড ভারতের
  • গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা  ৯,৯৯৬
  • তবে দেশে সক্রিয় কেসের তুলনায় সুস্থ হয়েছেন বেশি
  •  করোনা সারিয়ে স্বাভাবিক জীবনে ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভারতবাসী

করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজারের বেশি। এবার সেই ব্রিটেনের ঘারেই নিঃশ্বাস ফেলতে শুরু করল ভারত। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এদেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯।

 

Latest Videos

 

গত কয়েকদিন ধরেই এদেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি থাকছে। বৃহস্পতিবারও সেই নিয়মের অন্যথা হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমমের শিকার হয়েছেন ৯,৯৯৬ জন। যা এখনও পর্যন্ত দৈনিক আক্রান্তের সংখ্যায় ভারতে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৫৭ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা ৮ হাজারের গণ্ডি পেরিয়ে গেল ভারতে। এদেশে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,১০২ জনের।

৩ মাস ধরে পাচ্ছেন না বেতন, বেড়ে চলা করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে গণইস্তফার পথে চিকিৎসকরা

প্রথম শেষ না হতেই দেশে আসছে করোনার দ্বিতীয় ওয়েভ, জেনে নিন সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কোন ১৫টি দেশ

আনলক নয় ফের একবার কড়া লকডাউনের পথে ফিরছে মহারাষ্ট্র, ইজ্ঞিত দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব

বুধবারই এদেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা সক্রিয় আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল। বৃবস্পতিবারও সেই ধারা বজায় থাকল। দেশে এখনও পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৪১ হাজার ২৮ জন। ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ভারতে ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৮।

গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর চার মাস হয়ে গেল। তবে গত ১৮ মে প্রথম সংক্রমণের ১০০দিন পর ভারতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়ায়। তারপরের ১৪ দিনে সংখ্যা দ্বিগুণ হয়। চলতি সপ্তাহেই দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে গত ১০ দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি থাকছে। 

দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও মৃত্যু হার গোটা বিশ্বের তুলনায় অনেকটাই কম বলে আশ্বস্ত করছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতে বর্তমানে করোনায় মৃত্যু হার ২.৮ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি দৈনিক করোনার পরীক্ষায় সংখ্যাও বাড়ছে বলে জানাচ্ছে আইসিএমআর।  এখনও পর্যন্ত দেশে ৫ লক্ষ ৬১ হাজার ৩৩২ করোনা পরীক্ষা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৩,৭৯৭ জনের করোনা পরীক্ষা হচ্ছে। সেখানে ইতালিতে প্রতি ১০ লক্ষে করোনা পরীক্ষার গড় ৭১ হাজার। 


 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury