শুক্রবার থেকে জ্ঞানবাপী মসজিদে ASIএর সমীক্ষা শুরু, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে মুসলিম পক্ষ

জ্ঞানবাপী মসজিদ সক্ষীমা মামলায় রায় গেল হিন্দুপক্ষের দিকে। এলাহাবাদ আদালতের রায়ে শুক্রবার থেকেই সমীক্ষার কাজ শুরু করতে পারবে ASI।

 

জ্ঞানবাপী মসজিদে শুক্রবার অর্থাৎ কাল থেকেই সমীক্ষার কাজ শুরু করেবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI। বৃহস্পতিবার মসজিদ কমিটির আবেদন প্রত্যাক্ষ্যান করেছে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্ট ASI-কে জ্ঞানবাপী মসজিদে সার্ভে চালানোর অনুমতি দিয়েছে। বারাণসী জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাতেই মজসিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

বারাণসীর জেলা শাসকের বক্তব্য

Latest Videos

বারাণসীর জেলা শাসক রাজালিঙ্গম বলেছেন, 'ASI আগামিকাল থেকে সমীক্ষা শুরু করেত জেলা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চেয়েছে। আদালতের আদেশ বাস্তবায়নে আমরা তাদের সম্ভাব্য সব ধরনের সাহযোগিতা করব। আমাদের নিরাপত্তা বাহিনী মোতায়েন করারও পরিকল্পনা রয়েছে।' যার অর্থ শুক্রবার থেকে বিতর্কিত জ্ঞানবাপী সমজিদে সমীক্ষার কাজ শুরু হবে।

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ

বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিওয়াক বলেছেন, ASIকে আশ্বাস বা বিশ্বাস না করার করার কোনও কারণ নেই। জরিপে কাঠামোর কোনও ক্ষতি করা যাবে না। তিনি জোর দিয়ে বলেছেন,সমীক্ষার অংশ হিসেব মসজিদে কোনও খনন করা যাবে না। বিতর্কিত প্রাঙ্গনে একটি সমীক্ষার জন্য জেলা আদালতের আদেশ ন্য়ায়সঙ্গত ও হাইকোর্ট এতে হস্তক্ষেপ করতে পারে না।

হিন্দু-মুসলিম বক্তব্য

মসজিদ কমিটি জানিয়েছে,, এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, সমীক্ষার কারণে মসজিদ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই আবাদন আদালত প্রত্যাখ্যান করেছে। তাদের আবেদন খারিজ করে দিয়েছে। হিন্দুপক্ষের প্রতিনিধি অ্যাজভোকেট বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, হাইকোর্ট বলেছে ASI সমীক্ষার বিষয়ে জেলা আদালতের আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, মসজিদ কমিটির আগে যুক্ত দিয়েছিল তারা হাইকোর্টে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু হাইকোর্ট দুই পক্ষের সওয়াল জবাব শুনেই এই রায় দিয়েছে।

হাড়কাঁপানো ঠান্ডায় অ্যান্টার্কটিকায় তরমুজ চাষ ! তাক লাগালেন বিজ্ঞানীরা

সুপ্রিম কোর্টের নির্দেশ

গত ২৫ জুলাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। সুপ্রিম কোর্ট ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ASIকে সমীক্ষার কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল। আর এক দিন পরেই নিম্ন আজালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছিল মুসলিম পক্ষ। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিওয়াকর উভয় পক্ষের যুক্তি শোনেন। ২৭ জুলাই মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে মামলার রায় সংরক্ষণ করেন। এদিন আদালত রায় ঘোষণা করেছে। তাতেই ASI-এর সমীক্ষার ওপর আস্থা রাখা হয়েছে।

অনুদানহীন মাদ্রাসায় নজর রাজ্য সরকারের, সমীক্ষার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

ASIএর বক্তব্য

ASI অতিরিক্ত পরিচালক অলোক ত্রিপাঠি আদালতকে আশ্বস্থ করেছিলেন যে ASI মসজিদে কোনও খনন কার্য চালাবে না। মসজিদের ওয়াজুখানা যেখানে হিন্দুপক্ষ শিবলিঙ্গ আছে বলে দাবি করেছে সেখানে একটি কাঠামো রয়েছে। সেই অংশটি অবশ্য সমীক্ষার অংশ নয়। কারণ আগেই সুপ্রিম কোর্টএই জায়গাটি রক্ষা করার নির্দেশ দিয়ে রেখেছে।

Parliament News:সাংসদদের আচরণে অসস্তুষ্ট স্পিকার, লোকসভাতেই এলেন না 'অভিমানী' ওম বিড়লা

মসজিদ না মন্দির বিতর্ক

হিন্দুপক্ষের দাবি এখন যেখানে জ্ঞানবাপী মসজিদ বহুকাল আগে সেখানেই ছিল শিব মন্দির। ১৭ শতকে মুঘল সম্রাট অরঙ্গজেবের নির্দেশে তা ভেঙে ফেলা হয়েছিল। তারপরই সেখানে তৈরি হয় জ্ঞানবাপী মসজিদ। অন্যদিকে মুসলিম পক্ষের দাবে গত ৬০০ বছর ধরে এখানে রয়েছে মসজিদ। মুসলিমরা সেখানে নিয়মিত নামাজ পড়ে। তাই এই মসজিদ খোঁড়াখুঁড়ি না করাই শ্রেয়। যদিও মুসলিম পক্ষ চাইলে বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে মসজিদ কমিটিকে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury