রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন না। তাদের হয়ে অংশ নেন জনপ্রতিনিধিরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদ ও রাজ্যগুলির বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী। সেইমত লোকসভার ৫৪৩ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। তবে রাজ্যসভার ২৪৫ জন সদস্যের মধ্যে ২৩৩ জন ভোটদানের অধিকারী। কিন্তু এবার জন্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারানোয় চারটি আসন খালি রয়েছে। সেক্ষেত্রে রাজ্যসভার মাত্র ২২৯ জন সদস্য ভোট দিতে পারবেন। দেশের সবকটি রাজ্যের বিধায়ক হিসেবে ৪ হাজার ৩৩ জন সদস্য ভোট দিতে পারবেন।
09:05 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস, সমাজবাদী পার্টির সদস্যরা যশবন্ত সিনহাকে ভোট না দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছে বলে রাজধানীর গুঞ্জন।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংএর অভিযোগ, দেখে নিন তালিকায় রয়েছে কোন দলের জনপ্রতিনিধিরা
09:03 PM (IST) Jul 18
শান্তিপূর্ণ ছিল দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচলে মূল প্রতিদ্বন্দ্বী হলেন দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা। চিফ রিটার্নিং অফিসার তথা সেক্রেটারি জেনারেল পিসি মোদী জানিয়েছেন সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ। বিকেল পাঁচটা শেষ হয় ভোট গ্রহণ। ভোটপর্ব ছিল শান্তিপূর্ণ। সংসদে ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
শান্তিপূর্ণভাবে শেষ হল রাষ্ট্রপতি নির্বাচন, ফল প্রকাশ আগামী ২১ জুলাই
06:38 PM (IST) Jul 18
কড়া নিরাপত্তায় সড়ক ও আকাশ পথে ব্যালট বাক্স দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। ভোট বাক্সগুলি যাতে বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় সংসদে নিয়ে আসা যায় তারও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী।
06:36 PM (IST) Jul 18
১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয় এবং বিকেল ৫ টায় শেষ হয়। ৭৩৬ জন নির্বাচকের মধ্যে ৭২৭ জন সংসদ সদস্য এবং ৯ জন সংসদ সদস্যকে নির্বাচন কমিশন ভোট দেওয়ার অনুমতি দিয়েছিল। ৭৩০ জন তাদের ভোট দিয়েছেন। 99.18% ভোটাররা নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন-: পিসি মোদি, সেক্রেটারি জেনারেল, রাজ্যসভা৷
06:32 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে বিধিভঙ্গ করেছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি। এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশেনর দ্বারস্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
পাঞ্চি পরে ভোট- বিজেপির বিধায়কদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের
06:31 PM (IST) Jul 18
দলের নির্দেশ একপ্রকার অমান্য করেই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথির সাংসদ শিশির অধিকারী। তিনি একা নন, তাঁর সঙ্গী ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুকের সাংসদ তথা তাাঁর ছেলে দিব্যেন্দু অধিকারী। বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে।
06:30 PM (IST) Jul 18
কোভিড-১৯ এ আক্রান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং। অসুস্থ অবস্থাতেই পিপিই কিট পরে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধি নিষেধ মেনেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তাঁরা।
05:21 PM (IST) Jul 18
সিপিএম এর বিকাশ ভট্টাচার্য রাজ্যসভায় ভোট দেন, অধীর চৌধুরী দিল্লিতে
05:17 PM (IST) Jul 18
তৃণমূলের লোকসভার অফিসিয়াল এমপি ২৩। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শত্রুঘ্ন সিনহা, চৌধুরী মোহন জাটুয়া এই ৪ জন দিল্লিতে ভোট দিলেন । শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর ভোট কোন দিকে পড়তে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
05:15 PM (IST) Jul 18
এটা শুধু মাত্র বিধায়কদের হিসাব। ২৯৪ জনের মধ্যে ২৯১ জন ভোট দিলেন। হাসনাবাদের রফিকুল ইসলাম হজ করতে গিয়েছেন, বাম সমর্থিত ISF MLA নৌশদ সিদ্দিকি ভোট দেন নি। আর সাধন পান্ডের সিট খালি আছে।
03:51 PM (IST) Jul 18
সোমবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন। তবে ভোট দেন বেলা সাড়ে তিনটে নাগাদ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার প্রধান ফিরহাদ হাকিম।
03:48 PM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিধানসভায় থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
03:47 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে এসে তিনি ভোট দেন।
03:47 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সনিয়া গান্ধী, শশী থারুর, মল্লিকার্জুন খাড়গে। বিরোধী দলের সদস্যরা নিজেদের মতামত জানিয়েছেন ভোটবাক্সে।
02:34 PM (IST) Jul 18
বিজেপির অনেক নেতাই জানিয়েছেন এই রাজ্য ক্রস ভোটিং হবে। রাজ্যের তৃণমূলের প্রতীকে জেতা আদিবাসী বিধায়করা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। কিন্তু বিজেপি দাবি উড়িয়ে দিল তৃণমূল। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদার দাবি দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজের মানুষ নন। তিনি নিজেকে হিন্দু বলেও দাবি করেন।
02:31 PM (IST) Jul 18
বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন বিজেপি বিধায়করা পানচি পরে ভোট দিয়েছেন। এটি আদিবাসী সংস্কৃতির প্রতীক। বিজপির পোলিং এজেন্টও পানচি পরে বসেছিলেন।
02:29 PM (IST) Jul 18
বিধানসভায় এসে ভোট দিলেন জুন মালিয়া, ডেরেক ওব্রায়ন, মদন মিত্র। ্ অর্জুন সিং-এর মত সদ্য দলবলু বিধায়করাও এদিন ভোট দিয়েছেন এই রাজ্য থেকে ভওট দেবেন ৩৩৪ জন।
12:40 PM (IST) Jul 18
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়
12:33 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
12:32 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
12:30 PM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
11:37 AM (IST) Jul 18
ভোট দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
11:37 AM (IST) Jul 18
ভোট দিলেন মধ্যপ্রেদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
11:35 AM (IST) Jul 18
ভোট দিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
11:34 AM (IST) Jul 18
ভোট দিলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
11:33 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিজেপি এমপি হেমা মালিনি
11:32 AM (IST) Jul 18
ভোট দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
11:31 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
10:18 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে একে একে ভোট দিচ্ছেন রাজনীতির রথী মহারথীরা। ভোট দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
10:17 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10:15 AM (IST) Jul 18
শুরু হল ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
09:34 AM (IST) Jul 18
দ্রৌপদী মূর্মূ-কে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলা নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বীরবাহা হাঁসদা-র। তিনি নিজে একজন আদিবাসী। বীরবাহার দাবি, আদিবাসী সম্প্রদায় দীর্ঘদিন ধরেই তাঁদের ধর্ম নিয়ে সরব। কিন্তু, এখনও সেই নিয়ে সরকারি স্তরে এবং সংবিধানে তার মান্যতা নেই। বীরবাহার কথায় পশ্চিবঙ্গের আদিবাসীরা তাদের ধর্ম হিসাবে সারি ধর্মের কথা উল্লেখ করেন। আর ঝড়খণ্ড এবং ওড়িশার আদিবাসীরা সাধনা ধর্মের কথা উল্লেখ করেন। কিন্তু, দ্রৌপদী মূর্মূ তাঁর ধর্মতে হিন্দু লেখেন। যিনি আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় ভাবনার সঙ্গে একমত নন তিনি কী করে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হতে পারেন! এমন প্রশ্নও তুলেছেন বীরবাহা হাঁসদা।
09:30 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলি। তাদের হাতে রয়েছে মাত্র ২ লক্ষ ৫৯ হাজার ৮৯২টি ভোট। এনডিএর হাতে যেখানে ৪৮ শতাংশ নিশ্চত ভোট রয়েছে বিরোধীদের হাতে তা নেই। তাই রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস ও বিরোধীরা।
09:30 AM (IST) Jul 18
রাষ্ট্রপতি নির্বাচনে শাসক দল বিজেপির সঙ্গে রয়েছে সহযোগী জেডিইউ, এআইডিএমকে, আপনা দল, এলডেপি, এনপিি, নিষাদ পার্টি, এনপিএফ, এমএনএফ, এআইএনআর কংগ্রেসের মত ২০টি দল। এনডিএর দখলে রয়েছে ৫৩৫০০০টি ভোট। তবে দ্রোপদী মুর্মুর জয়ের জন্য আরও ১৩ শতংশ ভোটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে, নবীন পট্টনায়ক, হেমন্ত সোরেন সরাসরি বিজেপির সঙ্গে না থাকলেও দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানাবেন বলে আগে থেকেই ঘোষণা করেছেন।
09:29 AM (IST) Jul 18
চলতি বছর রাষ্ট্রপতি নির্বাচনে ৪ হাজার ৮০৯ জন ভোটার রয়েছে। তাদের ভোটের মূল্য ১০ লক্ষ ৪৬ হাজার ৪৩১। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ৫,৪৩,২১৬ টি ভোট।
09:27 AM (IST) Jul 18
তৃণমূল কংগ্রেসের টিকিটেই শিশির অধিরারী এবং তাঁর ছেলে দিব্যেন্দু অধিকারী সাংসদ হয়েছিলেন, শিশির ও দিব্যেন্দুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের এখন কোনও যোগ না থাকলেও তাঁরা যশবন্ত-কেই ভোট দেবেন বলে জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দুজনেই এখন দিল্লিতে। যদিও, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
09:19 AM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিজেপি-র নয়া দাবি ঘিরে ফের বিতর্ক। তাদের দাবি তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক এবং সাংসদ এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মূ-কেই ভোট দেবেন, কারণ, দ্রৌপদী আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, তাই তৃণমূল কংগ্রেসের আদিবাসী জনপ্রতিনিধিরা এনডিএ প্রার্থীকে ভোট দেবেন বলে দাবি বিজেপি-র। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ স্বাভাবিকভাবেই উড়িয়ে দিয়েছে।
09:14 AM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের জন্য বিশেষ পেন। এই পেন দিয়েই বিধায়ক ও সাংসদদের ভোট দিতে হবে। বিধায়ক ও সাংসদরা নিজেদের পেন দিয়ে ভোট দিতে পারবেন না।
09:13 AM (IST) Jul 18
পশ্চিমবঙ্গ বিধানসভা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন মোট ৩২৪ জন। এদের মধ্যে ২৯৩ জন বিধায়ক রয়েছেন এবং বাকিরা সকলে সাংসদ। যারমধ্যে তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ৩১।
09:10 AM (IST) Jul 18
তৃণমূল কংগ্রেসের ২২ জন সাংসদের মধ্যে ২ জন ছাড়া সকলেই পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটদান করবেন, তৃণমূল সাংসদ সিএম জাটুয়া এবং শত্রুঘ্ন সিনহা দিল্লিতে সাংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করবেন।