Passport: পাসপোর্টের জন্য আবেদন করবেন ভাবছেন? ঘরে বসে সহজেই সারুন কাজ

আধার, ভোটার আই ডি, প্যান, রেশন কার্ডের মতোই ভারতীয় নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র হল পাসপোর্ট। দেশের মধ্যে সাধারণত প্রয়োজন না হলেও, বিদেশে যেতে হলে পাসপোর্ট বাধ্যতামূলক।

নতুন পাসপোর্ট করাবেন ভাবছেন? পাসপোর্ট রিনিউ করাবেন? ভাবনা নেই। ঘরে বসে নিজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি হাতের কাছে থাকলে কারও সাহায্য না নিয়ে নিজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্টের আবেদন করার জন্য ফি হিসেবে ১,৫০০ টাকা জমা দিতে হয়। এই টাকা দিতে হয় অনলাইনে। ইউপিআই বা ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেওয়া যেতে পারে। নগদে ফি জমা নেওয়া হয় না। সেই কারণে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া মোবাইল ফোনে স্ক্যানার থাকলেও সুবিধা হয়।

কীভাবে পাসপোর্টের আবেদন করবেন?

Latest Videos

পাসপোর্টের আবেদন করতে হবে পাসপোর্ট সেবা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। মোবাইল ফোন থেকে আবেদন করতে চাইলে এম পাসপোর্ট সেবা অ্যাপ ডাউনলোড করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আবেদন করতে হলে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে গেলেই হবে। প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমবার আবেদন করলে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর কোন পাসপোর্ট অফিসে আবেদন করতে চান, সেটা বেছে নিতে হবে। এরপর নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর, ই-মেইল আই ডি, আধার, প্যান, ভোটার আই ডি-র তথ্য দিতে হবে। লগ ইন আই ডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর পাসপোর্ট সেবার পক্ষ থেকে মেল আই ডি-তে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করলে ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আবার লগ ইন করে পাসপোর্টের ধরন বেছে নিতে হবে, কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে সম্পূর্ণ করতে হবে। সব শেষে ফি জমা দিতে হবে। 

অনলাইনে আবেদনের পর যেতে হবে পাসপোর্ট অফিসে

ঘরে বসে পাসপোর্টের আবেদনের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার পর নির্দিষ্ট পাসপোর্ট অফিসে সাক্ষাৎকারের তারিখ ও সময় বেছে নিতে হবে। এরপর নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্টের আবেদনের সময় যে নথিগুলির তথ্য দিয়েছেন, সেই নথিগুলির আসল ও ফটোকপি সঙ্গে রাখতে হবে। ডিজিলকারে আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স থাকলে এগুলি আর নিয়ে যেতে হবে না। পাসপোর্ট অফিসের কর্মীরা সব তথ্য ও নথি খতিয়ে দেখে ছবি তুলবেন, আঙুলের ছাপ নেবেন। এরপর নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের পর বাড়িতে পৌঁছে যাবে পাসপোর্ট। পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে পুরনো পাসপোর্ট বাতিল হয়ে নতুন পাসপোর্ট কয়েকদিনের মধ্যেই বাড়িতে চলে আসবে। এক্ষেত্রে আর পুলিশ ভেরিফিকেশন হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাসপোর্ট ছাড়াই বিশ্বের যে কোনও প্রান্তে যেতে পারেন এই তিন ব্যক্তি, জেনে নিন কে কে

বিশ্বের সেরা ১০ সুন্দর পাসপোর্ট

আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল