সুপ্রিম কোর্ট ২০২২ সালে পর্যবেক্ষণ করেছিল যে, শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুব কম বয়সে স্কুলে পাঠানো উচিত নয়। সেই অনুযায়ী এবার নির্দিষ্ট বার্তা দিয়েছে কেন্দ্র।
স্কুলেগুলিতে ভর্তি হতে আসা প্রথম শ্রেণির শিশুদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিল কেন্দ্র সরকার। প্রথম শ্রেণিতে শিশুর ভর্তির জন্য ন্যূনতম বয়স কত হতে হবে, তা এক নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়াও কেন্দ্রীয় নির্দেশে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলিতে প্রথম শ্রেণিতে শিশুকে ভর্তি করানোর আগে, প্রি স্কুলে পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়, প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিশুর বয়স ন্যূনতম হতে হবে ৬ বছর। ছয় বছর বা তার বেশি বয়স হলে, তবেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে। তার কম বয়সি শিশুদের পড়তে হবে প্রি স্কুলে। এই নয়া নির্দেশ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জারি করা হয়েছে।
২০২২ সালের মার্চ মাসে লোকসভায় কেন্দ্রের দেওয়া একটি প্রতিক্রিয়া অনুসারে, বর্তমানে রাজ্যগুলি যে বয়সের মাপকাঠি অনুসরণ করে, সেগুলির মধ্যে বিস্তর তারতম্য রয়েছে। ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছয় বছর পূর্ণ হয়নি এমন শিশুদের জন্য প্রথম শ্রেণিতে ভর্তির অনুমতি দেয়। অসম, গুজরাট, পুদুচেরি, তেলেঙ্গানা এবং লাদাখে, পাঁচ বছর বয়সী শিশুরা প্রতম শ্রেণিতে ভর্তি হতে পারে। আরেকদিকে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং কেরালায় প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স পাঁচ প্লাস।
সুপ্রিম কোর্ট ২০২২ সালে পর্যবেক্ষণ করেছিল যে, শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুব কম বয়সে স্কুলে পাঠানো উচিত নয়। সেই অনুযায়ী প্রি-স্কুল এডুকেশন কোর্স নিয়ে এবার নির্দিষ্ট বার্তা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আগে শিশুদের বয়স ৫ হয়ে গেলেই তাদের স্কুলে ভর্তি করানো যেত, এখন সেই বয়স ১ বছর বাড়িয়ে করা হল ৬ বছর। ন্যাশনাল এডুকেশনাল পলিসি-র নিয়ম অনুযায়ী, একজন শিশুকে প্রাথমিকস্তরের পড়াশুনো ৩ থেকে ৮ বছরের মধ্যে করতে হবে। আর তার মধ্যে তিন বছরের প্রি স্কুল পড়াশুনো থাকবে।
আরও পড়ুন-
‘অ্যাডিনোভাইরাস’ নিয়ে সন্দেহ থাকলেও শিশুদের ‘ভাইরাল জ্বর’-এর সঙ্গে আপোষ নয়, একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা
‘কালীঘাটের কাকু’ কি আসলে বেহালার ‘কাকু’? কুন্তল ঘোষের দুর্নীতির তদন্তে নেমে আরও ধোঁয়াশায় সিবিআই
ভারত জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে জঙ্গি-যোগ, খালিস্তানি জঙ্গিদের খোঁজে NIA-র চিরুনি তল্লাশি