বুধবার সন্ধ্যে ৬টা ০৪ মিনিট- চাঁদের মাটিতে অবতরণ চন্দ্রযান -৩ এর, লাইভ স্ট্রিমিংএর কথা জানাল ইসরো

চন্দ্রযান -৩ ২৩ অগাস্ট অবতরণ করবে। সেই দিন থেকেই নতুন চন্দ্র দিবস শুরু হবে। চন্দ্রযান -৩ এর বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার সকালে ল্যান্ড করবে। চাঁদে তাদের কাজের সময় প্রায় ১৫ দিন, পৃথিবীর হিসেবে। যা একটি চন্দ্রদিবস।

 

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার ভারতীয় সময় সন্ধ্যে ৬টা ০৪ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করবে। রাাশিয়ার লুনা-২৫ চাঁদে অবতরণের ঠিক আগেই ভেড়ে পড়েছে। তাই চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় চন্দ্রযান প্রথম অবতরণ করবে। যা ভারতের মহাকাশ গবেষণায় নতুন পালক হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু ইরসো কর্তারা এখনও ততটা উৎসাহী নয়। ইসরো এখনও সাবধানী। রবিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইরসো ইউটিউব আর ফেসবুক-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন চন্দ্রযান -৩ উৎক্ষেপণের মতই চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণের ঘটনাও লাইভস্ট্রিমিং করবে।

শনিবার চন্দ্রযান -৩ চাঁদের দ্বিতীয় কক্ষপথে পরিক্রমা শেষ করেছে। এটাই ছিল চূড়ান্ত পদক্ষেপ চাঁদে অবতরণের আগে। এই বিষয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। অথচ রাশিয়ার রসকসমসের তৈরি লুনা-২৫ এই পদক্ষেপের সময়ই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়ন।

Latest Videos

চন্দ্রযান -৩ ২৩ অগাস্ট অবতরণ করবে। সেই দিন থেকেই নতুন চন্দ্র দিবস শুরু হবে। চন্দ্রযান -৩ এর বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার সকালে ল্যান্ড করবে। চাঁদে তাদের কাজের সময় প্রায় ১৫ দিন, পৃথিবীর হিসেবে। যা একটি চন্দ্রদিবস।

 

 

শনিবার একটি টুইট বার্তায় ইসরো জানিয়েছিল, চন্দ্রযান -৩ এর অবতরণ ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে। চাঁদে মহাকাশযান অবতরণের সঙ্গে এটি অবতরণ না হওয়া পর্যন্ত অবতরণকারী নৌযান ধীর গতিতে চলবে। মনে করা হচ্ছে চাঁদে অবতরণের প্রক্রিয়া আরও ধীর গতেতি করতে চাইছে ইসরো।

ওয়ার্কিং কমিটিতে শচীন পাইলট, শশী থারুর সঙ্গে জায়গা পেলেন দীপা দাশমুন্সী- ৫০এর নিচে তিন মুখ

চন্দ্রযান -৩ অবতরণের জন্য ভারতের এটি দ্বিতীয় চেষ্টা। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান ২ উৎক্ষপণ হয়। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগেই তা ভেঙে পড়ে। তবে সেই সময় চন্দ্রযান ১ চাঁদে বরফের উপস্থিতি নিশ্চিত করেছিল। চন্দ্রযান ১ এর উৎক্ষেপণ হয়েছিল ২০০৯ সালে।

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫, গতিতে ভারতকে টেক্কা দেওয়ার হতাশাজনক পরিণতি

চাঁদের দক্ষিণ মেরুতে কী আছে, সেটি কেমন তা বিশ্বের বাকি দেশগুলির কাছে আকষর্ণের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর আগে কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালায়নি। দক্ষিণ মেরু হল চাঁদের ছায়াময় অঞ্চল। এই এলাকায় আলো প্রবেশ করে না। রবিবার একটি বার্তায় ইরসো জানিয়েছে, চন্দ্রযান ২এর অবতরণ ভারতীয় বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতির প্রতীক হয়ে থাকবে।

Delhi Rape: বন্ধুর মেয়েকে বারবার ধর্ষণ দিল্লির অফিসারের, স্বামীর কুকীর্তি ঢাকতে নাবালিকাকে গর্ভনিরোধক বড়ি স্ত্রীর

চন্দ্রযান ৩ অবতরণের মুহুর্ত দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই ইসরো লাইভ স্ট্রিমিং করবে বলেও জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এটি গোটা দেশের মানুষের কাছে গর্বের বিষয়। সেই কারণেই এটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে দেশের তরুণ সমাজকে আরও বিজ্ঞান মনস্ক আর গবেষণায় আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today