জমজমাট স্টেশনে প্রায় ৩ মিনিট ধরে চলেছে পর্ন ভিডিও। ঘটনাটি জানতে পেরে আঙুল কামড়ে ছবি দিয়েছিলেন পর্ন তারকা কেন্দ্রা, তারপর একেবারে পাটনা স্টেশনের সঙ্গেই নিজের ছবি পোস্ট করলেন তিনি।
চলতি সপ্তাহের রবিবার বিহারের পাটনা স্টেশনে আগত যাত্রীদের দিন শুরু হয়েছে চরম বিড়ম্বনার মধ্য দিয়ে। সকাল সাড়ে ৯টা নাগাদ ১০ নম্বর প্ল্যাটফর্মের সমস্ত টিভি স্ক্রিনে বিজ্ঞাপনের বদলে চালু হয়ে যায় পর্ন ভিডিও। রেলের জিআরপি এবং আরপিএফের আধিকারিকদের কাছে বিষয়টি জানালেও তাঁরা ওই দৃশ্য বন্ধ করতে পারেননি, ফলে দীর্ঘ সময় ধরে সেই ঘটনা চলতেই থাকে এবং সেটি বহু যাত্রীর ফোনে রেকর্ড হয়ে অনলাইনে ছড়িয়েও যায়। এবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেল আন্তর্জাতিক মহলে।
বিহারের পাটনা স্টেশনের মতো জনবহুল জায়গায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটার খবরে সারা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই খবর জানতে পেরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছিলেন বিদেশি পর্ন তারকা কেন্দ্রা লাস্ট। তাঁর সেই ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘বিহার রেলওয়ে স্টেশন’।
তারপর আবার ঘটনাটিকে উসকে দিয়ে একটি আঙুল কামড়ানো উষ্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রা। সেই ছবিতে তাঁর পরনে ছিল একটি বেগুনি ক্যামিসোল। এই ছবিতেও হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘বিহার রেলওয়ে স্টেশন’। সেই ছবি হু হু করে ভাইরাল হতে থাকে ভারতীয়দের দ্বারাই।
এরপর আবার তিনি পোস্ট করলেন আরেকটি চাঞ্চল্যকর ছবি, যেখানে দেখা যাচ্ছে যে তিনি স্বয়ং এসে শরীরের নিতম্ব ক্যামেরার দিকে ঘুরিয়ে সেলফি তুলছেন বিহারের পাটনা রেল স্টেশনে। বলা বাহুল্য, তাঁর সেই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে, পাটনা স্টেশনের ছবিতে তাঁর ছবি কেটে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। তবে, কেন্দ্রা লাস্টের মতো বহুল পরিচিত পর্ন তারকার দ্বারা বারবার প্রচারিত হচ্ছে বিহারের পাটনা স্টেশনে ছুটির সকালে রমরমিয়ে পর্ন ভিডিও চালু হয়ে যাওয়ার ঘটনা। যা নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে শোরগোল।
আরও পড়ুন-
এ কী কাণ্ড! সকাল সকাল রেল স্টেশনের সমস্ত টিভিতে চলছে পর্ন ভিডিও, পটনায় বিব্রত এবং হতবাক নিত্যযাত্রীরা
এক ধাক্কায় চাকরি হারাতে চলেছেন ১৯ হাজার কর্মী, বৃহস্পতিবারই এই বিরাট ঘোষণায় মাথায় হাত অ্যাকসেনচার কোম্পানির কর্মীদের
চৈত্র নবরাত্রি পালন করার মাঝামাঝি সময়ে ঋতুস্রাব হয়ে গেলে কী করবেন? অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি