গালওয়ানে তাঁবু গুটিয়ে ফেলল লালফৌজ, উপগ্রহ চিত্রে ধরা পড়ল অস্থায়ী শিবির ভাঙার ছবিও

  • ভারত ও চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা কিছুটা হলেও কমল
  • প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘাতের পয়েন্টগুলি থেকে পিছু হটল লালফৌজ
  • গালওয়ানে চিনের অস্থায়ী শিবির ভাঙা হচ্ছে
  • চিনের পিছু হঠার  প্রমাণ মিলল উপগ্রহ চিত্রেও

বিতর্কিত গালওয়ান উপত্যকা থেকে চিন সেনা সরিয়ে নেবে। সোমবারই এই তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার তার প্রমাণও হাতেনাতে পেয়ে গেল ভারত। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে গালওয়ান উপত্যতা থেকে সত্যিই এবার পিছু হঠতে শুরু করেছে  চিনা সেনা।

আরও পড়ুন: চিনকে হাইভোল্টেজ ঝটকা, ৯০০ কোটির চুক্তি বাতিল করে দিল হিরো সাইকেল

Latest Videos

সোমবরা থেকেই সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। প্যাট্রোলিং পয়েন্ট ১৫ বা হটস্প্রিং ও গোগরা থেকে চিনা সেনার সরে যাওয়ার কাজ বুধবারের মধ্যেই সমাপ্ত হবে। ইতিমধ্যে এই এলাকায় চিনা তাঁবুও গুটিয়ে ফেলা হয়েছে। ভাঙা হয়েছে কয়েকটি অস্থায়ী শিবিরও।

আরও পড়ুন: দেশি জেমস বন্ড অজিত ডোভাল, হলিউডি সিনেমার গল্পের থেকে কম নয় মোদীর এই মুশকিল আসানের জীবন

 মঙ্গলবার রাতের মধ্যেই গলওয়ানে ভারতীয় দিক খালি করে দেওয়া হয়েছে। পিপি ১৫, ১৭ ও ১৭এ থেকে বৃহস্পতিবারের মধ্যে পশ্চাদপসরণ করা হবে। দু’দেশের মধ্যে কথা হয়েছে, দু’পক্ষই ১ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত সরে যাবে। ভারত ও চিন দুই দেশ আপাতত তাই-ই  করছে। 

এদিকে ৬ জুলাই পাওয়া স্যাটেলাইট চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে, গালওয়ানে গত ১৫ জুনের  সংঘর্ষস্থলের আশেপাশে আর চিনা সেনার উপস্থিতি নেই। সেনা ছাউনি, সাঁজোয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে,  পিপি ১৪ এলাকায় নতুন করে রাস্তা নির্মাণ করেছে চিনা সেনা। তবে ওই রাস্তাগুলি গালওয়ান নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

 

নতুন ছবিতে দেখা গিয়েছে, যে রাস্তা চিনা সেনারা তৈরি করেছে তা খালি পড়ে রয়েছে। নতুন করে কোনও নির্মাণ কাজও চোখে পড়েনি। ভারত চিন রক্তক্ষয়ী সংঘর্ষস্থল থেকে প্রায় দেড়-দুই কিমি দূরে লালফৌজের ছাউনি তৈরি করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)