জ্ঞানবাপী মসজিদে বিতর্কিত 'শিবলিঙ্গ'এর কার্বন ডেটিং টেস্ট হবে? বারাণসী আদালতের রায় ২১ জুলাই

কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। শতাব্দী প্রাচীন এই মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে বলে দাবি হিন্দু পক্ষের। সেটির কার্বন ডেটিং পরীক্ষার আর্জি আদালতের।

 

বারানসীর জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত অংশের কার্বন ডেটিং টেস্ট হবে কিনা তা নিয়ে আরও অপেক্ষা করতে হবে। সওয়াল জবাবের পরে বারাণসীর জেলা আদালতে রায় সংরক্ষণ করেছে। এই বিষয় নিয়ে রায় ঘোষণা হবে আগামী ২১ জুলাই।

কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। শতাব্দী প্রাচীন এই মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে বলে দাবি হিন্দু পক্ষের। সেখানেই পুজো করতে চেয়ে বারাসনীর আদালতে আবেদন জানিয়ছিল একপক্ষ। কিন্তু তাতে বাধ সেধেছিল মুসলিম পক্ষ। চলতি বছর মে মাসে জ্ঞানবাপী মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্জিয়ার একটি সমীক্ষার জন্য আবেদন শুনতে রাজি হয়েছিল আদালত। হিন্দুপক্ষের প্রতিনিধি হিসেবে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের দায়ের করা মামলা আদালতে গৃহীত হয়েছিল।

Latest Videos

বিষ্ণ জৈননের আবেদনের শুনানির পর আদালত জ্ঞানবাপী মসজিদ কমিটির বক্তব্য জানাতে বলেছিল। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন আদালত রায় সংরক্ষণ করে। মসজিদের বিতর্কিত অংশের কার্বন ডেটিং টেস্ট হবে কিনা তা নিয়ে রায় সংরক্ষণ করেছে আদালত। সেই রায়ই ঘোষণা করে হবে আগামী ২১ জুলাই।

কয়েক দিন আগেই হিন্দু আবেদনকারীরা বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্স প্রাঙ্গনে 'শিবলিঙ্গ'র বৈজ্ঞানিক তদন্ত করার জন্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের সহযোগিতা পাওয়ার জন্য ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ইলাহাবাদ হাইকোর্ট তাতে সায় দেয়নি। তারপরই হিন্দুপক্ষ ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছিল।

কার্বন ডেটিং পরীক্ষা- কোনও গাছপালা থেকে পাথর এমনকি জীবাশ্মে বয়স জানা যায় এই পরীক্ষার মাধ্যমে। কোনও বস্তু শত শত বছর ধরে কী কী বিবর্তনের মধ্যে দিয়ে গেছে তাও স্পষ্ট এই পরীক্ষার মাধ্য়মে। কার্বন ডেটিং বলতে মূলত তেজস্ক্রিয় আইসোটোপ রেডিও কার্বনের বৈশিষ্ট্য ব্যবহার করে জৈব পদার্থযুক্ত কোনও বস্তুর বয়স নির্ধারণের জন্য একটি বিশেষ পদ্ধতিকে বোঝায়। কার্বন ডেটিং হল কার্বন ১৪কেই বোঝান হয়। এটি কার্বনের তেজস্ক্রিয় রূপভেদ।

কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে গাছপালা, প্রাণী এমনকি মৃত মানুষের বয়স জানা যায়। কারণ কোনও কিছুর মৃত্যু হলে তার কার্বন -১৪র ভারসাম্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে জমে থাকা কার্বন ক্ষয় হতে শুরু করে। বিজ্ঞানীরা সংকেত দেখেই সংশ্লিষ্ট জিনিসের বয়স নির্ধারণ করতে পারে।

আরও পড়ুনঃ

Chandrayaan 3-র সাফল্যের পিছনে রয়েছেন 'রকেট ঋতু', তুখড় বিজ্ঞানীর চন্দ্র-অভিযানের দিশারী

DA Cases: আবারও DA মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি কবে

Bastille Day : বাস্তিল দিবসে সম্মানীয় অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিনটি বিশ্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia