পাকিস্তানিদের চাকরি না দিয়ে মুখ ঘুরিয়ে নিল পশ্চিম এশিয়ার দেশগুলি, উল্টে দিল সহবত পাঠের পরামর্শ

পাকিস্তানের নাগরিকদের নিয়ে রীতিমত অস্বস্তিতে পশ্চিম এশিয়ার দেশগুলি। তিতিবিরক্ত হয়ে এবার পাকিস্তানিদের চাকরি দিতেই চাইছে না।

 

Saborni Mitra | Published : Aug 3, 2024 4:38 PM
110
আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান

দেশে আর্থিক সংকট তুঙ্গে। কাজ নেই। চাকরির অবস্থা রীতিমত খারাপ। চাকরি চাইতে এবার বিদেশ যাত্রা করছে পাকিস্তানিরা। সেখানেই সমস্যা।

210
কাজে না

পাকিস্তানের শ্রমিক ও কর্মীদের কাজ দিতে চাইছে না পশ্চিম এশিয়ার দেশগুলি।

310
পাকিস্তানি নাগরিক

পাকিস্তানের নাগরিকদের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। তাই নিয়ে সংশ্লিষ্ট দেশগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে।

410
ইসলামাবাদকে চিঠি

এখানেই শেষ নয়। পাকিস্তানের নাগরিকদের নিয়ে তিতিবিরক্ত পশ্চিম এশিয়ার দেশগুলি ইসলামাবাদকে চিঠি পাঠিয়েছে। দেশের নাগরিকদের সহবত শেখানোর উপদেশও দিয়েছে।

510
পাকিস্তানিদের জন্য দরজা বন্ধ

সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে সৌদি আরব চায় না যে পাকিস্তান সরকার তাদের নাগরিকদের তাদের দেশে পাঠাক। পাকিস্তানিদের দুটি মুসলিমদেশগুই চায় না বলে সাফ জানিয়েছে।

610
পাকিস্তানি সেনেটে আলোচনা

এই বিষয়টি নিয়ে পাকিস্তানে সেনেটেও আলোচনা হয়েছে। সেখানেই বলা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার এবং কুয়েত চায় না যে পাকিস্তানি কর্মীরা তাদের দেশে গিয়ে কাজ করুন।

710
কারণটাও অবাক করার মত

সংশ্লিষ্ট দেশগুলিতে প্রচুর পাকিস্তানি কাজের জন্য যায়। সেই সংখ্যাটা প্রায় ১৮ লক্ষ। বার্ষিক প্রায় ১৬ লক্ষ মানুষ সেদেশে থাকতে পারেন। কিন্তু সেই সংখ্যাটাই ছাড়িয়ে গেছে।

810
অপরাধের রেকর্ড

পাকিস্তান সরকার সূত্রের খবর, রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া অপরাধের প্রায় ৫০ শতাংশের নেপথ্যে রয়েছে সে দেশে থাকা পাকিস্তানের নাগরিকরা। সে দেশএর নাগরিকরা অধিকাংশই অপরাধের সঙ্গে যুক্ত।

910
তীর্থযাত্রার নামে

রিপোর্ট বলছে তীর্থযাত্রার নামে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। আর সেখানেই থেকে যাচ্ছে। ভিক্ষেবৃত্তি করতে শুরু করেছে। ভিক্ষের টাকা জমিয়ে কেউ ফিরে আসছে। কেউ আবার সেখানেই থেকে যাচ্ছে। তাতেই সমস্যা তৈরি হচ্ছে।

1010
মহিলাদের অসম্মান

পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে। তারা পশ্চিম এশিয়ার দেশগুলির মহিলাদের অসম্মান করছেন। মহিলাদের আপত্তিকর ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তা নিয়েও সমস্যা তৈরি হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos