আকাশ ছোঁয়া রান্না গ্যাসের দাম। একলাফে ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। আর এবার এই নিয়ে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শনিবার একটি টুইটে কেন্দ্রের মোদী সরকারকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বলেন, 'দেশের জনগণকে যন্ত্রনা দেওয়া বন্ধ করুন। বারেবারে জ্বালানীর দাম বাড়ানো হচ্ছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। '
আকাশ ছোঁয়া রান্না গ্যাসের দাম। একলাফে ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। আর এবার এই নিয়ে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শনিবার একটি টুইটে কেন্দ্রের মোদী সরকারকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বলেন, 'দেশের জনগণকে যন্ত্রনা দেওয়া বন্ধ করুন। বারেবারে জ্বালানীর দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানাচ্ছে। এবং একই সঙ্গে তার সংযোজন, এতকিছুর পরেও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।'
এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধিতে এদিন স্মৃতি ইরানীর বহু পুরোনো একটি টুইট নিয়ে নিশানা করেন কাকুলি ঘোষ দস্তিদার। তিনি স্মৃতি ইরানীর ২০১১ সালে করা একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন টুইটারে। যেখানে কেন্দ্রের স্মৃতি ইরানী টুইটে লিখেছেন, এলপিজি-তে ৫০ টাকা বেড়েছে। এবং ওরা আবার নিজেদের আমা আদমি কি সরকার অর্থাৎ সাধারণ মানুষের সরকার বলে। সত্যিই লজ্জাজনক বলে কটাক্ষ ইরানীর। আর সেই টুইটের স্ক্র্রিন শট শেয়ার করেছেন কাকুলি। তিনি লিখেছেন, মোদী কি তাহলে কোনও অন্যায় করতে পারে না বলে প্রশ্ন তুলেছেন। এমন জনপ্রতিনিধি জাতির জন্য লজ্জাজনক। যারা তুচ্ছ রাজনীতির বাইরে কিছুই জানেন না, তাঁদের এবার সত্যিই নিজের দিকে তাঁকানো উচিত।
আরও পড়ুন, এলপিজির দাম চড়তেই কলকাতায় যাত্রীভাড়া বাড়াল অটোয়ালাদের একাংশ, জানুন কোন কোন রুটে
উল্লেখ্য, মে মাসের শুরুতেই হেঁশেলে উদ্বেগের মুখে মধ্যবিত্তে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করল এলপিজি গ্যাস। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০২৬ টাকা। গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের ফের নাভিশ্বাস হবার জোগাড়। পাশাপাশি ১ মে থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে, ২৩৫৫ টাকা। যা আগে ছিল ২২৫৩ টাকা।
আরও পড়ুন, 'অর্জুন আত্মহত্যা করেছেন, প্রমাণ হলে ময়নাতদন্তকারীর চাকরি থাকবে ? ' প্রশ্ন ফিরহাদের
আরও পড়ুন, কে এই রুজিরা বন্দ্যোপাধ্যায়, কেন তাঁর নামে গ্রেফতারি পরোয়াণা, কীভাবে অভিষেকের সঙ্গে পরিচয়
অপরদিকে, দেশের বাজারে একমাসের বেশি সময় ধরে একশো টাকার উপরে থমকে রয়েছে পেট্রোলের দর। অনেক শহরে ডিজেলের দাম ১০০ পার করেছে। অনেক জায়গায় আবার সেঞ্চুরি হাঁকানোর অপেক্ষায়। গত ৬ এপ্রিল শেষবার পেট্রোল-ডিজেলের দাম ৮০ পয়সা করে বেড়েছিল। তবে জ্বালানীর দাম না কমার জন্য সেই রাজ্যের সরকারকেই দায়ী করলেন মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার বোঝা কমাতে, কেন্দ্রীয় সরকার গতবছর নভেম্বরে আবগারি শুল্ক কমিয়েছিল। রাজ্যগুলিকেও তাদের কর কমানোর আহ্বান জানানো হয়েছিল। কিছু রাজ্য তাঁদের কর কমিয়েছে। কিন্তু কিছু রাজ্য তাদের জনগণকে সেই সুবিধা দেয়নি। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু কোনও না কোনও কারণে কেন্দ্রীয় সরকারের কথা মানেনি। এবং সেই সকল রাজ্যের নাগরিকদের জন্য তেলের দামের বোঝা বাড়িয়েই চলেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'আমি প্রার্থনা করি যে, নভেম্বরে যা করা হয়েছিল, এখন ভ্যাট হ্রাস করে, আপনারা নাগরিকদের সেই সব সুবিধা দিন।'