রাজ্য়ে প্রবল ঝড়-বৃষ্টি হলে বিদ্য়ুৎ, কেব্ল টিভি ও ব্রডব্যান্ড পরিষেবা বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আমফানের পূর্বাভাস পেয়েই পরিষেবা অটুট রাখতে আগাম প্রস্তুত বিদ্যুৎ-ইন্টারনেট সংস্থা। কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিইএসসি। বাড়তি ব্য়বস্থা রেখেছে ইন্টারনেট সংস্থাগুলিও।
আরও পড়ুন, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঘন-কালো মেঘের আনাগোনা, ক্রমশই দূরত্ব কমাচ্ছে ঘূর্ণিঝড় আমফান
সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিইএসসি। সংস্থার বিদ্যুৎ বণ্টন নেটওয়ার্কের ৭০ শতাংশের বেশি ভূগর্ভস্থ এবং বাকিটা ওভারহেড। সিইএসসির ভাইস-প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন, অভিজিৎ ঘোষ বলেন, 'করোনা-লকডাউনের মধ্যে আমাদের পাঁচ হাজারের মতো কর্মী বণ্টন পরিষেবায় কাজ করছেন। সাইক্লোনের জন্য আমরা অতিরিক্ত ১,০০০ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি। ঝড়ে তার ছিঁড়ে গেলে বা অন্য কোনও সমস্য়া তৈরি হলে সমাধান করতে স্ট্র্যাটেজিক লোকেশনে ২৪০টি মোবাইল ভ্যান থাকবে। থাকবে ২০টি জেনারেটরও।সমস্ত হাসপাতাল ও ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলিতে বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে বিকল্প লাইন রাখার পাশাপাশি সংস্থার তরফে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। পাশপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের যেহেতু সমস্ত সরবরাহ লাইনই ওভারহেড, তাই আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কোনও উপায় নেই। তবে ঝড়-বৃষ্টিতে ফল্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে দ্রুত স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে বেশি সংখ্যায় ফল্ট রিপেয়ারিং টিম মোতায়েন করছে বণ্টন সংস্থা।
অপরদিকে, বিএসএনএল কলকাতার চিফ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ পাল বলেছেন, 'বিদ্যুৎ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় আমরা সমস্ত মোবাইল টাওয়ার চালু রাখতে ডিজেল-চালিত জেনারেটরগুলি তৈরি রাখার নির্দেশ দিয়েছি, যাতে আমাদের মোবাইল পরিষেবা অব্যাহত থাকে। পাশাপাশি, ব্রডব্যান্ড বা আমাদের অন্য কোনও লাইনে কোনও রকম ফল্ট হলে তা সারাতে মোতায়েন থাকবে বিশেষ দল।' রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এরাও প্রত্য়েকেই গ্রাহক পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে মজুত রাখতে ডিজেল, প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ ইত্যাদি।
কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর