'শুভ নববর্ষ ১৪২৯', সবাইকে শুভেচ্ছা মমতা-মোদীর, নতুন পোশাকে শহরে মায়ের মন্দিরে ভক্তদের ঢল

নববর্ষে  শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ঢল মন্দিরে মন্দিরে।কালীঘাট-দক্ষিণশ্বরে ভক্তদের ভিড় সামাল দেওয়াই কঠিন।

নববর্ষে  শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। পয়লাবৈশাখের সকালেই টুইট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, 'শুভ নববর্ষ ১৪২৯। সকলকে জানাই অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনগুলি খুবই আনন্দে কাটুক।' পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীও টুইট শুভেচ্ছায় বলেছেন, 'পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠানটি বাঙালির অসামান্য সংষ্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছরটি আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে।আমাদের সব ইচ্ছেপূরণ হোক।' বাংলা -ইংরেজি দুটি ভাষাতেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

Latest Videos

 

 

অপরদিকে নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ঢল মন্দিরে মন্দিরে। সবাই চান করে নতুন পোশাকে বাইরে বেরিয়েছে। কালীঘাট-দক্ষিণশ্বরে ভক্তদের ভিড় সামাল দেওয়াই কঠিন। নববর্ষের সকালে কালী মন্দিরে সবার একটা কামনা, 'সবাইকে সুস্থ রেখো মা।' উল্লেখ্য, বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে মঙ্গলকামনায় পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতি কমে যাওয়ার পর থেকেই মন্দিরে মন্দিরে ভিড় জমেছে। সকাল সকালই সবাই স্নান সেরে পুজো দিচ্ছেন। তবে শুধু দক্ষিণশ্বেরই নয়, জেলার কালী মন্দিরগুলিতেও বেশ ভিড এদিন দেখা গিয়েছে। পুজোর জন্য ফুলের মার্কেটও অনেক বোরে এদিন খুলে গিয়েছে। এদিন ব্যবসায়ীরা পুজো দিয়ে মঙ্গলকামনায় হালখাতায় হলুদ সিঁদুর লাগাবেন। কোভিডে অনেকেই রোজগার হারিয়েছে। পুজি নষ্ট হয়ে গিয়েছে। তাই এবার নতুন করে আবার ব্যাবসায় নামতে চলেছেন অনেকেই।

আরও পড়ুন, মাঝদুপুরে মটনকষা বা ইচ্ছে হলেই ইলিশ খান পাত পেড়ে, পয়লাবৈশাখে ডেলিভারি দেবে রাজ্য

আরও পড়ুন, 'আত্মহত্যা করার ছেলে নয় নিরঞ্জন', ঝালদাকাণ্ডে প্রত্যক্ষদর্শীর বাড়িতে সিবিআই, দীর্ঘ জেরা আইসি-কে

আরও পড়ুন, 'আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব', হাঁসখালিকাণ্ডে সিবিআই-র কাছে এল ভয়াবহ তথ্য

করোনা সংক্রমণের জেরে গৃহবন্দি অবস্থাতেই ১৪২৮ কাটাতে হয়েছে। লকডাউনেই নতুন বছরের সূচনা করতে হয়েছে আপামর বাঙালিকে। মন্দিরে মন্দিরে পুজো, হাল খাতার ভিড়, সব কিছুই আগেরবার ছিল অমিল। তবে নতুন বছর উপলক্ষ্যে গতবারও অবশ্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী। পয়লা বৈশাখের সাত সকালে বাংলাতে শুভেচ্ছাবার্তা ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। এদিন বাঙালির যেমন নববর্ষ তেমনি দেশের নানা প্রান্তেও উদযাপন করা হয় নানা উৎসব।  তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু উৎসবের পাশাপাশি উদযাপিত হবে অসমের বিহু। প্রধানমন্ত্রী যেমন দেশ থেকে করোনা সংক্রমণ দূর করতে লড়াই করছেন, তেমনি পিছিয়ে নেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  রাজ্যবাসীকে সুস্থ রাখতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তিনি। তবে এবার গতবারের থেকে পরিস্থিতি পুরোপুরিই আলাদা। ওমিক্রনও ততটা মৃত্যু হার বাড়ায়নি। তবুও চিন্তা জাগাচ্ছে কোভিডের এক্সই ভ্যারিয়েন্ট। তবে সব কিছুর মাঝেই পয়লা বৈশাখের সকালে রাজ্যবাসীকে ট্যুইটে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari