কোলেস্টেরল নিয়ন্ত্রণ থেকে কোলন ক্য়ানসার প্রতিরোধে কলার কোনও বিকল্প নেই

  • পাকাকলা শরীরের পক্ষে খুবই উপকারী
  • কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
  • কোলন ক্যানসার প্রতিরোধ করে
  • দৃষ্টিশক্তি  ভাল রাখা থেকে শুরু করে কিডনিও ভাল রাখে কলা

দেখবেন খেলোয়াড়রা অনেকসময়ে খেলার আগে একটা গোটা কলা খেয়ে নেন কোনও ক্রীড়া প্রতিযোগিতা হলে দেখবেন,  টিফিনে কলা মাস্ট ডায়াটেশিয়ানরা সকালে উঠে  ব্রেকফাস্টে বা তার আগে পরে কলা খেতে বলেনকেন জানেন? কলা অফুরন্ত এনার্জির ভাণ্ডারশুধু তাই নয়, কলা ইনস্টান্ট এনার্জি জোগায়তাই খেলাধুলো থেকে  দিনের শুরুতে ব্রেকফাস্টে কলার এত কদর

পাকা কলার সত্য়ি অনেক গুণ যা কার্যত বলে শেষ করা যায় না শুধুই কোষ্ঠকাঠিন্য়ের মোকাবিলা করা নয়, আরও অনেক গুণ রয়েছে কলার রক্তচাপ কমাতে সাহায্য় করে কলা কারণ পাকা কলায় থাকে পটাশিয়াম এই পটাশিয়াম রক্তচাপ কমায় পাকা কলায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা ধমনী থেকে বাড়তি কোলেস্টরলকে বের করে দেয় এর ফলে হার্টের ওপর চাপ কম পড়ে ও হার্ট সুস্থ থাকে

Latest Videos

পাকাকলা কোষ্ঠকাঠিন্য় কমিয়ে হজম শক্তি ঠিকঠাক রাখে যার ফলে কোলন ক্য়ানসারের ঝুঁকি কমে ছোটরা নিয়মিত কলা খেলে হাঁফানির হাত থেকে কিছুটা হলেও রেহাই পায় কলায় বিপুল পরিমাণে আয়রন থাকে যা অ্য়ানিমিয়া প্রতিরোধে কাজ দেয় এছাড়া পাকাকলায় থাকে কপার  যা লোহিত কণিকা তৈরিতে সাহায্য় করে কলা ওজন কমাতেও সাহায্য় করে পাকাকলায় থাকে বিপুল পরিমাণ ফাইবার যা পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য় করে তাছাড়া পাকা কলা খেলে অনেকক্ষণ পেট ভরতি থাকে ফলে ঘনঘন খেতে হয় না যার ফলেও ওজন নিয়ন্ত্রণে থাকে পরোক্ষে পাকাকলায় ফ্রুকটুলিগোসাচারাইড নামে এক ধরনের ব্য়াকটেরিয়া থাকে যা খাবার থেকে মিনারেলস ও অন্য়ান্য় নিউট্রিয়েন্টসকে শরীরে শোষণ করতে সাহায্য় করে

পাকাকলায় থাকে পটাশিয়ামযা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য় করেদেখা গিয়েছে, ১৩ বছর ধরে সপ্তাহে দুই থেকে তিনটি কলা খেলে মহিলাদের মধ্য়ে কিডনির রোগের ঝুঁকি ৩৩ শতাংশ কমে যায়আর সপ্তাহে চার থেকে ছয়বার কলা খেলে কিডনি রোগের ঝুঁকি ৫০ শতাংশ কমে

পাকাকলা অ্য়াসিডিটি কমিয়ে আলসার প্রতিরোধ করে।  কলায় থাকে অ্য়ান্টি অক্সিডেন্ট ও ক্য়ারোটিনয়েডস দৃষ্টিশক্তির জন্য়ও খুব উপকারী পাকাকলা এতে থাকে বিভিন্ন ভিটামিন ও মিনারেল

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today