আর এই আনন্দ অনেকের ক্ষতির কারণ হয়। কেমিক্যাল যুক্ত রঙের থেকে ত্বকে ও চুলে নানান রকম সমস্যা দেখা যায়। কারও ত্বকে সংক্রমণ দেখা দেয় তো কারও চুল রঙ বদলে যায়। আজ টিপস রইল চুলের যত্ন নিয়ে। রইল ছয়টি প্যাকের হদিশ। দেখে নিন কোন উপায় মিলবে উপকার। কেমিক্যাল যুক্ত রঙ থেকে রক্ষা করুন চুলকে। জেনে নিন কী করবেন।