১) মাংসের কারি রান্না করেছেন, কিন্তু ঝোল বেশি পাতলা হয়ে গেছে? ঝাল বেশি অথবা মশলা কষানো হয়নি, তাই বাজে গন্ধ আসছে, কিংবা মশলা পুড়ে গেছে বলে তেতো লাগছে স্বাদ? দুশ্চিন্তা ঝেড়ে ফেলে কিছুটা পেঁয়াজ কুচো করে ভেজে নিন, ভাজার সময়েই দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিন তরকারিতে। ভালো করে নেড়ে, আঁচ কমিয়ে দমে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। মাংসের ঝোলের সমস্যা একেবারে মিটে যাবে।