হলুদ-গোলাপি-সাদা-লাল! কোন রংয়ের কি আকারের মট খাওয়া হবে, তা নিয়ে কাড়াকাড়ি হত বাচ্চাদের মধ্যে। মট মূলত চিনির তৈরি উঁচু শক্ত একটি মিষ্টি । মোমবাতি,ফুল, পাখি-সহ বিভিন্ন আকারের আর বৈচিত্রের মট পাওয়া যেত দোকানে। দোলের সকালের পূর্ণিমা পুজোয় মট ছিল প্রসাদী থালায় রাখা অবশ্যম্ভাবী মিষ্টি।