Food Recipe: ডাল আর ভাতের সঙ্গে পাতে রাখুন পেঁয়াজকলির পকোড়া, তৈরি করতে পারবেন অতি সহজেই

পেঁয়াজকলিকে অনেকরকম ভাবেই খাওয়া যেতে পারে। গরম গরম সবজি ডালের সঙ্গে চটপট বানিয়ে নিতে পারেন পেঁয়াজকলির পকোড়া।

শীতকালীন একটা সবজির মধ্যে অন্যতম হল , পেঁয়াজকলি। পেঁয়াজকলিকে অনেকরকম ভাবেই খাওয়া যেতে পারে। আলু, পেঁয়াজকলি ভাজা কিংবা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি অথবা নানান রকম চাইনিজ রেসিপি তো আছেই, তার পাশাপাশি গরম গরম সবজি ডালের সঙ্গে চটপট বানিয়ে নিতে পারেন পেঁয়াজকলির পকোড়াও। 

উপকরণ: 

পেঁয়াজকলি,
বেসন,
চাল গুঁড়ো,
নুন, 
চিনি,
আদা কুচি,
কুঁচো পেঁয়াজ, 
সর্ষের তেল, 
ধনেপাতা কুচি,
লঙ্কা গুঁড়ো,
ভাজা মশলা।



পদ্ধতি:

প্রথমে নিতে হবে পরিমাণমতো পেঁয়াজকলি। সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর বেসন দিয়ে একটি আঠালো ব্যাটার বানিয়ে নিন। এটি বানানোর জন্য একটি পাত্রে ৬ থেকে ৭ টেবিল চামচ বেসন, তিন থেকে চার টেবিল চামচ চালের গুঁড়ো, নুন , পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো , ভাজা মসলা, কিছুটা আদা কুচি এবং ধনেপাতা কুচি। পেঁয়াজকলির তুলনায় সামান্য কম পরিমাণে পেঁয়াজ একদম পাতলা করে কেটে কুঁচো করে দিন। 

-

Latest Videos

ব্যাসনের ব্যাটারের মধ্যে এই উপকরণগুলি দিয়ে ভালো করে মেখে নিন। কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজকলি এই ব্যাটারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ঢেলে কড়াইটি গরম করুন। কিছুটা গরম হয়ে গেলে তার মধ্যে ব্যাসনে ডোবানো পেঁয়াজকলিগুলি গোল গোল করে দিয়ে দিন। কড়া করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ভালো করে তেল ছেঁকে তুলে নিন। শীতকালীন গরম গরম সবজি ডালের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজকলির পকোড়া।

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari