রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করছেন! জানুন কী কী সমস্যা দেখা দিতে পারে

  • রোদের হাত থেকে বাঁচতে সানস্ক্রিনের আশ্রয়
  • জেনে রাখুন সানস্ক্রিন ব্যবহারের সাইড এফেক্ট
  • কী কী সমস্যা দেখা দিতে পারে ত্বকে
  • সানস্ক্রিন বুঝে ব্যবহার করুন

রোদের সমস্যা থেকে বাঁচতে সকলেই এখন সানস্ক্রিন ব্যাবহার করার পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই আবার ব্যবহারও করেন। যার থেকে ট্যানের সম্ভাবনা কমে, রোদ থেকে হওয়া অনেক সমস্যার হাত থেকেই মুক্তি ঘটে। কিন্তু অনেকেই জানেন না যে সানস্ক্রিন থেকে অনেক রকমের নতুন সমস্যার জন্ম দিতে পারে। 

জেনে নিন কী কী সমস্যা দেখা দিতে পারে সানস্ক্রিন থেকেঃ
১. ত্বকে অ্যালার্জির সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকে লাল লাল দাগ সৃষ্টি হতে পারে। যা থেকে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।
২. ত্বকে জ্বালাভাব বাড়তে পারে। অনেকেই দেখবেন সানস্ক্রিন লাগানোর কিছুক্ষণ পর থেকে ত্বকে হালকা জ্বালা জ্বালা ভাব দেখা দেয়।
৩. ত্বকের স্বাভাবিক তৈলাক্তভাব নষ্ঠ করে দেয় সানস্ক্রিন। সানস্ক্রিন হয়তো লাগানোর কথা সকলেই বলে থাকেন। কিন্তু সব সানস্ক্রিনই যে ত্বকের পক্ষে ভালো, তা নয়। 
৪. মুখে ব্রণর সমস্যা বাড়তে পারে। কারণ এতে যে ধরনের কেমিক্যাল থাকে, তা ত্বকে ব্রণর সমস্যাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। 
৫. চোখের সমস্যা বৃদ্ধি পায় সানস্ক্রিন ব্যবহারের ফলে। চোখ জ্বালা জ্বালা ভাব, চোখ থেকে জল পড়া, প্রভৃতি সমস্যা দেখা দেয়। 
৬. রোমকূপের মুখ বন্ধ হয়ে গিয়েও সমস্যা বাড়তে পারে। তা থেকে বাড়তে পারে ত্বকে দাগ হওয়ার সম্ভাবনাও। 

Latest Videos


 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর