প্রেসার কুকার ব্যবহার করুন : মৌসুমী সময়ে গ্যাস টিকিয়ে রাখার জন্য রান্না করার সময়, খোলা অথবা ঢাকনা ছাড়া বাসন ব্যবহার না করে প্রেসার কুকার ব্যবহার করুন। এতে চাল, ডাল, তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হবে। গ্যাসও বেশি ক্ষয় হবে না। রান্নাও তাড়াতাড়ি শেষ হবে।
রান্নার বাসন শুকনো রাখতে হবে: সাধারণত আমরা রান্নার বাসন চুলায় বসানোর আগে তা শুকনো রাখি। কিন্তু, অনেক গৃহিণী বাসন ধোয়ার সাথে সাথে, সেই ভেজা অবস্থায় চুলায় বসিয়ে দেন। বাসন এভাবে ভেজা অবস্থায় চুলায় বসিয়ে ব্যবহার করলে গ্যাস তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, ভেজা বাসন তাড়াতাড়ি গরম হয় না। তাই, বাসন ভালো ভাবে একটা কাপড় দিয়ে মুছে তারপর চুলায় বসিয়ে ব্যবহার করুন। এতে আপনি মৌসুমী সময়ে গ্যাস সিলিন্ডার টিকিয়ে রাখতে পারবেন।