গ্যাস স্টোভ যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে তাতে তেল, ময়লা, জমা হতে থাকে। এমনকি, অনেক সময় রান্নার সময় খাবার বাইরে ছিটকে বার্নারের উপর পড়ে গিয়ে ছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে বার্নার থেকে আগুন কম আসতে থাকে। অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত বার্নার পরিষ্কার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু, অনেকেই মনে করেন গ্যাস স্টোভ এবং বার্নার পরিষ্কার করা খুবই কষ্টকর।